অলিম্পিক লিয়ঁ। ফ্রান্সের এই ক্লাবটি অনেক ফুটবল ক্লাবের কাছেই অনুপ্রেরণার নাম। ইউরোপে মেয়েদের ফুটবলে দুর্দান্ত কর্তৃত্ব দেখিয়ে চলেছে অলিম্পিক লিয়ঁ নামে এই ফুটবল ক্লাবটি। টানা চারবার মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগ জিতল লিয়ঁ। বুদাপেস্টে গত শনিবার বার্সেলোনাকে হেলায় হারিয়ে দিল। ৪-০ গোলে তাঁরা তাঁদের জয় নিশ্চিত করেন। হ্যাটট্রিক করলেন মেয়েদের প্রথম ব্যালন ডি’ওর জয়ী আডা হেগেরবার্গ। এই নিয়ে রেকর্ড ছ’নম্বর চ্যাম্পিয়ন্স লিগ জয় ফ্রান্সের ক্লাবের। গত ১০ বছরে আটবার ফাইনালে উঠে ছ’বার চ্যাম্পিয়ন লিয়ঁ।
ছেলেদের চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ছিটকে গিয়েছিল সেমিফাইনাল থেকে। মেয়েদের চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালে উঠলেও লিয়ঁর আক্রমণাত্মক ফুটবলের কোনও জবাব ছিল না কাতালান টিমের কাছে। হেগেরবার্গ প্রথম গোল করার ১৬ মিনিট ১২ সেকেন্ডের মধ্যে নিজের হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। লিয়ঁর হয়ে প্রথম গোলটি করেছিলেন জার্মানির ক্যাপ্টেন জেনিফার মারোজসান। বিরতির আগেই ৪-০ এগিয়ে গিয়েছিল লিয়ঁ। এইভাবেই এই ক্লাবটি পথিকৃৎ হয়ে থাকল পৃথিবীর ফুটবলের ময়দানে। মেয়েদের ফুটবলের জন্য এটি অন্যতম এক বিজ্ঞাপন।