দেশজুড়ে চলছে লোকসভা নির্বাচনের শেষ দফা। রাজ্যে ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ। আর সকাল থেকেই একের পর এক জায়গা থেকে ইভিএম কারচুপি, ইভিএম বিকলের মত ঘটনা আসছে। এছাড়াও কেন্দ্র বাহিনী ভোটারদের প্রভাবিত করছে এমন অভিযোগও এসেছে একাধারে। কোথাও ইভিএম খারাপ তো কোথাও ভিভিপ্যাটের সমস্যা। এমন কোনও লোকসভা কেন্দ্র নেই যেখানে এই ঘটনা ঘটেনি।
ভাঙড়ে বুথে উত্তেজনা দেখা দেয়। বিজেপির ভয়ে ভোট দিতে আসছিলেন না ভোটাররা। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ। ভোটারদের আস্থা বাড়াতে গ্রামে চলে টহলদারি। দমদম লোকসভা কেন্দ্রের অর্ন্তগত খড়দহে ৯১ নং বুথে ইভিএম খারাপ থাকার জন্য প্রায় ১ ঘণ্টা বন্ধ থাকে ভোটগ্রহণ। ভাঙড় থেকে এসেছে চারটে অভিযোগ। তার মধ্যে কোথাও বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ তো কোথাও ইভিএম বিকলের ঘটনা।
সন্দেশখালি থেকে ভাঙড়, জয়নগর থেকে দমদম। বুথের পর বুথে ভোট যন্ত্র বিকল হওয়ার ঘটনা ঘটেছে। এমনকী তা বদলে ভোট চালু করতেও বেশ কিছু জায়গায় কয়েক ঘণ্টা সময় লেগেছে বলে বিভিন্ন রাজনৈতিক দলের অভিযোগ। এতে সবচেয়ে বেশি নাজেহাল হতে হচ্ছে সাধারণ ভোটারদের। আর সব কিছু খতিয়ে দেখার জন্যই রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন।