ভোটযুদ্ধে জনগণেশের দরবারে খোদ নরেন্দ্র মোদীর পরীক্ষা আজ, রবিবার! তাঁর নিজের কেন্দ্র বারাণসী-সহ সপ্তম তথা শেষ দফার ভোটে শামিল হচ্ছে দেশ। তার আগে শনিবার বিকেল থেকে ভাইরাল মোদীর ধ্যানরত গৈরিক বেশের ছবি। আর তারপর থেকেই আছড়ে পড়ছে প্রশ্নের ঝড়, “এ কেমন ধ্যান?”
আর এই কারণে মোদীর বিরুদ্ধে ফের নির্বাচনীবিধিভঙ্গের অভিযোগ করল নির্বাচন কমিশন। প্রচার শেষ হয়ে যাওয়ার পর মোদির কেদারনাথ ভ্রমণ ফলাও করে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচার করা হয়েছে। যাতে নির্বাচনীবিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ করেছ তৃণমূল কংগ্রেস।
কেদারনাথের গুহায় মোদীর ধ্যানরত ছবি ভাইরাল হওয়ার পর থেকেই আরও বিপাকে বিজেপি৷ প্রশ্ন উঠছে, ভগবানের কাছে প্রার্থনা করতে গিয়েও কী এত আড়ম্বর দরকারর? মোদী যদি শুধুই পুজো করতে যেতেন তাহলে ওই অত দামী শাল গায়ে কেন? কিংবা পুজোর সময়েও ক্যামেরাম্যান কী করছেন? তাহলে কী পুজোর আড়ালে প্রচারই মূল উদ্দেশ্য?
কেদারযাত্রার পথে মোদী নিজেই টুইটে পাহাড়ের ছবি পোস্ট করেন। এর পরে পাহাড়ি পোশাকে কেদারনাথ মন্দির সামনেও ছবি দেন।তার পরই বিভিন্ন টুইটার হ্যান্ডলে ধ্যানরত মোদীর ছবির ছড়াছড়ি শুরু হয়ে যায়। একটি ছবিতে গুহার জানলা দিয়ে নমস্কাররত মোদীকে দেখা যাচ্ছে। আর একটিতে তিনি চোখ বুজে বসে। খবরে প্রকাশ, খাটে ধবধবে বিছানা পেতে তাঁর ঠেসান দেওয়ার বালিশেরও বন্দোবস্ত ছিল! বোঝা যাচ্ছে না মোদী পুজো করতে গেছেন নাকি আড়ম্বর প্রকাশ করতে!
সবার মনে পড়ছে, রামকৃষ্ণের কথাও। যিনি বলেছিলেন, ধ্যান করবে মনে, বনে ও কোণে! অর্থাৎ, নির্জনে। সে দিক থেকে মোদীর ধ্যানের ছবি প্রচারের ঘটা অনেকেরই ঠিক হজম হচ্ছে না। ফলে মোদীর ধ্যানরত ছবি নিয়ে হাসি-মস্করাও কম চলছে না।