ভোট যুদ্ধের শেষ লগ্নে এসে আরও একবার কলম ধরলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কবিতায় নাম না করে নরেন্দ্র মোদীর তীব্র সমালোচনা করেছেন তৃণমূল নেত্রী। কবিতার নাম দিয়েছেন, অবিশ্বাস্য কালো। শুক্রবার বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদে কলম ধরেছিলেন তৃণমূল নেত্রী। লিখেছিলেন ‘লজ্জিত’ নামে কবিতা। এবার প্রধানমন্ত্রীকে তোপ দেগে লিখলেন ২৪ লাইনের এই কবিতা।

কবিতার শুরুতেই মমতা লিখেছেন, ‘কালো কথা/ কালো ভাষা/ কালো আচ্ছাদন/ দাঙ্গা বুদ্ধি/ উন্মত্ত যুক্তি/ দুর্যোগের দুঃশাসন’। এই লাইনগুলি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, মমতার কলমের নিশানায় দাঁড়িয়ে আছেন নরেন্দ্র মোদী। ‘কালো’ শব্দটিকে অপসংস্কৃতি হিসাবে ব্যবহার করেছেন মমতা। লিখেছেন, ‘কালোয় সমৃদ্ধ/ কালিতে বৃদ্ধি/ কালো ঢেকেছে উর্দি/ কলঙ্কিত ব্রেন/ মিথ্যাচারী স্বভাব/ স্বৈরাচারীদের ফন্দি’।
মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই সাংস্কৃতিক পথে আন্দোলনের পক্ষপাতী। সৌজন্যের রাজনীতিতেই তিনি অভ্যস্ত। তাই ১৪ মে-র দিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙার প্রতিবাদেও কলম তুলে নিয়েছিলেন তিনি। লিখেছিলেন প্রতিবাদী কবিতা। এবারেও তার অন্যথা হল না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পাঁচ বছরে প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেও কোনও প্রশ্নের উত্তর দেননি মোদী। সেটাকেই ‘স্বৈরাচারীদের ফন্দি’ বলে বিঁধেছেন মমতা। লিখেছেন কবিতা।