রাত পোহালেই সপ্তদশ লোকসভা নির্বাচনের শেষ দফার ভোটগ্রহণ। তারপরই ঠিক হয়ে আগামী পাঁচ বছরের জন্য দিল্লীর মসনদ কে দখল করবে। তার মধ্যেই দিল্লীর মুখ্যমন্ত্রী বিজেপির বিরুদ্ধে গর্জে উঠলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মতোই নিরাপত্তারক্ষীকে ব্যবহার করে তাঁকে হত্যার ছক কষছে বিজেপি। এমনই অভিযোগ অরবিন্দ কেজরিওয়ালের। আম আদমি পার্টির নেতার অভিযোগ, তাঁর ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কেন্দ্রীয় সরকারকে রিপোর্ট করে এবং বিজেপিকে ভোট দিয়েছে।
পাঞ্জাবে ভোট-প্রচারের সময় কেজরিওয়ালের এই অভিযোগে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রসঙ্গত, এর আগে ২০১৬ সালেও একই অভিযোগ করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তাঁর অভিযোগ ছিল, বিজেপি সভাপতি অমিত শাহ তাঁকে খুন করানোর চক্রান্ত করছেন।
আগামী ২৩ মে ঠিক হয়ে যাবে কে দিল্লীর মসনদে সরকার গড়বে। তার মধ্যেই চলছে অভিযোগ পাল্টা অভিযোগেরই এমন প্রবাহ।