সপ্তদশ লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্ব শুধুই ‘জাতপাত’, ‘ধর্ম’, ‘সেনা’র কথা বলছে। মুখে নেই কোনো ‘বিকাশ’-এর কথা। গত পাঁচ বছরে যে ‘বিকাশ’-এর মন্ত্র নিয়েছিল বিজেপি সরকার তা আসছেই না প্রচার মঞ্চে। অনেকেই মনে করছেন যে সেই প্রতিশ্রুতি অধরা তাই রা নেই বিজেপি নেতৃত্বের মুখে। সারা দেশে অনেক জায়গা থেকে ক্ষোভের চিত্র দেখা গেছে। এবার সেই তালিকায় মহারাষ্ট্র। এই রাজ্যের লাতুর জেলা ভুগছে প্রবল জল কষ্টে। এই রাজ্যের মসনদে বিজেপি সরকার। তবুও মোদীর ‘বিকাশ’ পৌঁছায়নি এই জেলায়।
এই জেলার বাসিন্দাদের নিজেদেরই মনে হয়, তার যেন ভিন গ্রহের বাসিন্দা। তীব্র জলকষ্ট যাঁদের নিত্য সঙ্গী। এবারের গরমই কিন্তু প্রথম নয়। প্রতিটা গরমেই তাঁদের একই দুঃস্বপ্ন অপেক্ষা করে থাকে। কলের তেমন ব্যবস্থা নেই, এলাকার জলাশয়গুলিও শুকিয়ে যায় গরমের আগে থেকেই। উপায়? সরকারি জলের গাড়ি। কিন্তু সেও যেন বসন্তের কোকিল। ১৫ দিন অন্তর একবার করে এলাকায় আসে, তাও মাত্র ২৫০ লিটার জল নিয়ে। তা দিয়ে কী বা হয়।
এলাকার বাসিন্দারা বলেছেন, জলকষ্ট সইতে না পেরে তাঁরা বাধ্য হন জল কিনে খেতে। কিন্তু গরিব গ্রামের কজন মানুষের সেই সামর্থ্য থাকে? অগত্যা মুখ বুজে সহ্য করে যেতে হয় জলকষ্ট। এমনকী বৃষ্টিও হয় না ঠিকঠার এলাকায়, ফসলের ফলনও ভালো নয়, নেই কর্মসংস্থান। মোদীর ‘বিকাশ’ এখনও অধরা এমনই সব জায়গায়।