শেষ দফার ভোটের বাকি মাত্র একদিন। আর উপনির্বাচনের শেষ প্রচারে গোটা বিধানসভা এলাকায় তৃণমূল দাপিয়ে প্রচার সারল। এর আগেও বিভিন্ন এলাকায় প্রচার করেছে তৃণমুল, কিন্তু শেষ দিনে আরেকবার ঝালিয়ে নিল তৃণমূল। কোনও টিম শহরে প্রচার সারল, আবার কোনও টিম গ্রাম এলাকায় প্রচার সারল। এভাবেই মিলিত ভাবে মানুষের কাছে পৌঁছে দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের বার্তা আরো একবার। যাতে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত করে ধরেন।
তৃণমূলের প্রার্থী করিম চৌধুরি নিজে ঘুরে বেড়ালেন বিভিন্ন এলাকায়। শহর থেকে গ্রামের এক বিস্তীর্ণ এলাকা ছুঁয়ে নিজের বাড়িতে বসে ইফতার করেন। শুক্রবার তাঁর প্রচারের রুট ছিল ইসলামপুর শহরের সৌসিয়া বস্তি, বলঞ্চা, আগডিমটি, রামগঞ্জ, বসাকপাড়া। এই টিমের নেতৃত্বে ছিলেন, মোয়াজুদ্দিন আহমেদ। তাঁরা আদিবাসী কলোনি, উদবাস্তু কলোনির মত বেশ কিছু এলাকায় প্রচার চালায়। প্রচার শেষে করিম চৌধুরি জানান, “ইসলামপুরের মানুষ আমাকে ভরসা করেন, সেই ভরসার মূল্য আরো বেশি করে দেওয়ার চেষ্ঠা চালাব”।