ফুটবলের দুনিয়ায় কোনো সাফল্য বা স্বীকৃতি নয়, এবার অন্য রকমের সম্মান পেলেন লিয়োনেল মেসি।পেলেন স্পেনের ক্যাটালোনিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘ক্রেয়ো দে সান্ত জার্দি’। মেসিকে এই অন্যন্য সম্মান দিলেন ক্যাটালোনিয়া সরকার। স্পেনের এই অঞ্চলের সর্বোচ্চ নাগরিক সম্মান যা দেওয়া হয় সেখানকার সমাজসেবামূলক কাজে অংশ নেওয়া এবং আঞ্চলিক ঐতিহ্যে রক্ষায় উল্লেখযোগ্য ভূমিকার জন্য ।
শুধু ফুটবল দুনিয়ার রাজপুত্র তিনি নন। মেসি মানুষের পাশে থাকেন। তাঁর ফাউন্ডেশন শিশুদের জন্য কাজ করেন। ফুটবলে ধারাবাহিক ভাবে পাওয়া অসাধারণ সাফল্যের বাইরে মেসি নানা সমাজসেবামূলক উদ্যোগেও সক্রিয় থাকেন। ক্যাটালোনিয়ার বিভিন্ন মেডিক্যাল সেন্টারের সঙ্গে তাঁর ফাউন্ডেশন নিয়মিত যোগাযোগ রাখে। এবং বিশেষ করে, ক্যান্সারে আক্রান্ত শিশুদের পাশে থাকে। এ সবের জন্যই আর্জেন্টাইন তারকা সম্মানিত হলেন।
ক্যাটালোনিয়ায় ১৯৮১ সাল থেকে এই সম্মান জানানো শুরু হয়েছে। ফুটবলারদের মধ্যে বার্সেলোনার প্রাক্তন তারকা কিংদন্তি জোহান ক্রুয়েফ একমাত্র যা পেয়েছিলেন। বৃহস্পতিবার এক বর্ণময় অনুষ্ঠানে মেসি-সহ অন্যদের হাতে স্মারক তুলে দেন ক্যাটালোনিয়ার প্রেসিডেন্ট কুইম তোরা।