আর মাত্র ১২ দিন বাকি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে৷ সমস্ত দলেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি৷ সবাই নিজেদের নেতিবাচকতা দূর করতে ব্যস্ত৷ এর মধ্যেই প্রকাশিত বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ড বাই’৷
থিম সংটি গেয়েছেন নবাগত পপ তারকা লরিন। ব্রিটেনের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড রুডিমেন্টালের অংশগ্রহণও রয়েছে দ্বাদশ বিশ্বকাপের এই থিম সঙে। ৩০ মে ইংল্যান্ড-ওয়েলসের মাটিতে শুরু হতে চলেছে বিশ্বক্রিকেটের এই জনপ্রিয় লড়াই। খেতাব জয়ের লক্ষ্যে নামবে বিশ্বের দশটি ক্রিকেট খেলিয়ে দেশ। ২০১৯ বিশ্বকাপের থিম সং ‘স্ট্যান্ড-বাই’ ক্রিকেট অনুরাগীদের মধ্যে কতটা উন্মাদনা সৃষ্টি করে৷
অনেকদিন ধরেই অপেক্ষা ছিল এই গানের জন্য৷ যাবতীয় অপেক্ষার অবসান ঘটিয়ে পূর্বনির্ধারিত সূচি মেনেই আসন্ন বিশ্বকাপের থিম সং রিলিজ করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা, আইসিসি। ইংল্যান্ডের সাংস্কৃতিক বৈচিত্র্যর সঙ্গে বিশ্বকাপে অংশগ্রহণ করতে চলা দেশগুলির ক্রিকেট উন্মাদনা মিলিয়ে তৈরি হয়েছে এই থিম সং৷