অমিত শাহের রোড শোয়ের দিন বিজেপির কর্মী-সমর্থকরা বিদ্যাসাগরের মূর্তি ভাঙার পরই রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে কঠোর অবস্থান নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছিলেন গেরুয়া শিবিরকে। আর এবার গর্জে উঠলেন শিল্পী মমতা। মূর্তি কাণ্ডের প্রতিবাদে কলম ধরলেম তিনি। জন্ম নিল এক নতুন কবিতার। ১৭ লাইনের কবিতাটি লিখে ফেসবুকে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। কবিতার নাম দিয়েছেন ‘লজ্জিত’।
মমতা লিখছেন, ‘ভাঙতে শিখেছ, গড়তে শেখনি, ভাঙাই তোমাদের কাজ…।’ আবার শেষ পংক্তিতে তিনি লিখেছেন, ‘তোমাদের আছে অর্থের জোর/ আর আমাদের প্রাণ ভরা শ্রদ্ধা/ বিদ্যার সাগর আমরা লজ্জিত…’। কারও নাম না করলেও এ কথা যে তিনি বিজেপির উদ্দেশ্যেই বলছেন তা স্পষ্ট। গেরুয়া শিবিরের উদ্দেশ্যে তাঁর বার্তা, ‘ঐতিহ্য নিয়ে খেলছো খেলা/ বাংলাকে নিয়ে খেলো না/ সংস্কৃতির জাগরণ বাংলার মুক্তি/ এত অবজ্ঞা কর না।’
প্রসঙ্গত, ছবি থেকে কবিতা- সংস্কৃতির অঙ্গনে স্বছন্দ গতিবিধি মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিরোধী নেত্রী থাকার সময় থেকে কখনও নিজের অভিজ্ঞতা নিয়ে নানা বই লিখেছেন তিনি। লিখেছেন কবিতাও। এ বছর বইমেলাতেও একগুচ্ছ নতুন বই বেরিয়েছে তাঁর। বিভিন্ন ঘটনার প্রতিবাদে নানা সময়েই গর্জে উঠেছে মমতার কলম। বিদ্যাসাগর কলেজে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়েও এবার তিনি লিখে ফেললেন আস্ত একটা কবিতা। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।