পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকাল ময়দানে গান্ধী মূর্তির নীচে অবস্থানে বসবেন। বেলা ১২টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি। থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের কর্মীরাও। সম্প্রতি পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে অভিষেকের নেতৃত্বে তৃণমূল যুব কংগ্রেস সুবোধ মল্লিক স্কোয়ার থেকে পার্ক স্ট্রিট পর্যন্ত মিছিল করেছে।
পেট্রোল-ডিজেলের ধারাবাহিক মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে গিয়েছে। দাম।কমাবার কোনো উদ্যোগ দেখতে পাওয়া যাচ্ছে না।
ধারাবাহিক ভাবে এই জনবিরোধী ইস্যুতে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে যাচ্ছে তৃণমূল।
কর্মসূচির পর কর্মসূচি নেওয়া হচ্ছে। অভিষেক জানিয়ে দিয়েছেন মানুষের স্বার্থে এই আন্দোলন চলবে।