সংবিধানের ৩২৪ ধারা প্রয়োগ করে প্রচারের সময়সীমা কমানো হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের জনসভায় তিনি বলেন, ‘নির্বাচন কমিশন বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছে। বিজেপির স্বার্থে প্রচারের দিন কমিয়ে দিয়েছে। এর আগে এত গরমেও কখনও ভোট হয়নি।’ এদিন কলকাতার বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়েও বিজেপিকে একহাত নেন মুখ্যমন্ত্রী। বলেন, ‘এক লক্ষ বার কান ধরে ওঠবোস করা উচিৎ মোদীর’।
মথুরাপুর লোকসভা কেন্দ্রের মন্দিরবাজারের মুখ্যমন্ত্রীর সভা করার কথা ছিল আগামীকাল শুক্রবার। পরিবর্তিত পরিস্থিতিতে বৃহস্পতিবারই সভা করতে হল মুখ্যমন্ত্রীকে। এদিন সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডায়মন্ড হারবারে মোদীর সভা পর আর কোনও রাজনৈতিক দল প্রচার করতে পারবে না। বিজেপির স্বার্থে প্রচারের সময়সীমা কমিয়েছে কমিশন। কিন্তু চক্রান্ত করে বাংলাকে আটকানো যাবে না।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অমিত শাহের নেতৃত্বেই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপির গুন্ডারা। মূর্তি ভাঙা বিজেপির অভ্যাস। মীরাটে ওঁরা আম্বেদকরের মূর্তি ভেঙেছিল।’ গেরুয়া শিবিরকে মমতার হুঁশিয়ারি, ‘বাংলার মনীষীদের গায়ে হাত দিলে কেউ ছেড়ে কথা বলবে না। এর বদলা নিতে হবে। মূর্তি বানানোর টাকা বাংলার আছে। মোদীর দয়ায় বাংলা চলে না। কিন্তু দুশো বছরের হেরিটেজ ফিরিয়ে দিতে পারবে?’ এলাকায় বিজেপির বিরুদ্ধে স্থানীয় মহিলাদের একজোট হওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ডায়মন্ড হারবারে মোদীর সভার পর আর কোনও রাজনৈতিক দল প্রচার করতে পারবে না। বিজেপির স্বার্থে প্রচারের সময়সীমা কমিয়েছে কমিশন। কিন্তু চক্রান্ত করে তাঁকে আটকানো যাবে না।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘অমিত শাহের নেতৃত্বেই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপির গুন্ডারা। মূর্তি ভাঙা বিজেপির অভ্যাস। মীরাটে ওঁরা আম্বেদকরের মূর্তি ভেঙেছিল।