‘বৃহস্পতিবার মথুরাপুরে যে মাঠে মোদীর সভা, তার মালিক একজন অনুমোদনহীন মাইক্রো ফিনান্স সংস্থা চালান। মানুষের কোটি কোটি টাকা লুঠ করে বিজেপিকে ভাগ দিয়েছেন। সমস্ত তথ্য পুলিশের হাতে তুলে দিচ্ছি, তদন্ত শুরু হোক’। মথুরাপুরের মন্দিরবাজারের সভা থেকে এমনই চাঞ্চল্যকর অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। তৃণমূল নেত্রীর প্রশ্ন, ‘যে মাঠে দাঁড়িয়ে মোদীবাবু সারদা-নারদা নিয়ে ভাষণ দিচ্ছেন, তার মালিক নিজেই চিটফান্ডের মাথা। বিজেপি কি সেই টাকার ভাগ পাচ্ছে?’
পাশাপাশি বাংলায় বিদ্যাসাগরের পঞ্চধাতুর মূর্তি গড়ে দেবেন বলে ঔদ্ধত্য প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এরপরেই মথুরাপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে তীব্র আক্রমণ শানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলার ক্ষমতা আছে মূর্তি বানানোর। দুশো বছরের হেরিটেজ গড়ে দিতে পারবেন? সব তো ভেঙে দিয়েছেন। বাংলা আপনার ভিক্ষা চায় না’। তাঁর হুঁশিয়ারি, ‘মণিষীদের গায়ে হাত পড়লে রেয়াত করব না। আপনাকেই স্ট্যাচু বানাবে বাঙালি’।
নির্বাচনী প্রচারের সময়সীমা বৃহস্পতিবার রাত দশটায় শেষ করার কমিশনের নির্দেশ নিয়েও রণংদেহী মেজাজে মমতা বলেন, ‘ইলেকশন কমিশন বিক্রি হয়ে গেছে বিজেপির কাছে। আমি সত্যি বলতে ভয় পাই না, জেলে পাঠালে পাঠান আমাকে’। সেইসঙ্গে হুঙ্কার দিয়ে মমতা বলেন, ‘মিথ্যেবাদী মোদী, তোমাকেও কিন্তু আমরা জেলে টানব। লক্ষবার কান ধরে ওঠবোস করা উচিত’।
জনসাধারণের উদ্দেশ্যে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বিজেপিকে ভোট দেবেন না, ওদের সঙ্গে যাবেন না। একটা সময় সমাজ আপনাদের গ্রহণ করবে না।’ বলেন, ‘দাঙ্গা লাগাতে বিজেপি ফেক ভিডিয়ো-ছবি বানাচ্ছে। এসবে বিশ্বাস করে ঠকবেন না’।