লোকসভা নির্বাচনের শেষ পর্যায়ে সব দলেরই প্রচার তুঙ্গে। আজ কেউ কাউকে আক্রমণ করলে তার পরেরদিনই সে তার জবাব দিচ্ছে। এ যেন চলতেই থাকছে। নির্বাচন প্রচারে প্রথম থেকেই মোদীকে একের এক আক্রমণ শানিয়ে গেছেন কংগ্রেস নেতা নভজ্যোৎ সিং সিধু৷ লোকসভা নির্বাচনের শেষ দফার ৭২ ঘন্টা আগে আবারও প্রধানমন্ত্রীকে বিঁধলেন।
হিমাচল প্রদেশের বিলাসপুরে এক জনসভায় তিনি বলেন যে ২০১৪ সালে মিথ্যে প্রতিশ্রুতির কথা বলে ক্ষমতায় এসেছিলেন নরেন্দ্র মোদি৷ কিন্তু নিজের কোনও প্রতিশ্রুতিই রাখেননি তিনি। ২০১৪ সালে গঙ্গাপুত্র হয়ে ক্ষমতায় এলেও ২০১৯ সালে রাফালের এজেন্ট হিসেবে বিদায় নেবেন মোদি। তিনি বলেন, ‘আমি মোদিজিকে প্রশ্ন করতে চাই, রাফালের চুক্তির সময় তিনি সত্যিই দালালি করে কিছু পেয়েছেন কিনা। দেশের যেকোনও জায়গায় তিনি সিধুর সঙ্গে এই নিয়ে আলোচনায় বসতে পারেন। রাহুলজি অনেক বড় ব্যাপার। উনি একজন কামান, আমি একে–৪৭।’ এরপরও তিনি বলেন, ‘আমি নরেন্দ্র মোদিকে চ্যালেঞ্জ জানাচ্ছি ‘না খাব না খেতে দেব’ এই বিষয়েই না হয় আমার সঙ্গে তর্কে আসুন। আমি হারলে সারাজীবনের জন্য রাজনীতি বন্ধ করে দেব। আমি এটাই বলতে চাই, ২০১৪ সালে গঙ্গাপুত্র হয়ে ক্ষমতায় এলেও ২০১৯ সালে রাফালের এজেন্ট হিসেবে বিদায় নেবেন মোদি।’
নির্বাচনের অন্তিম লগ্নে এসে ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড়ের এহেন মন্তব্য জাতীয় রাজনীতিতে নতুন মাত্রা দিল। দিল্লীর মসনদে কে সরকার গড়বে তা সময়ের অপেক্ষা।