একদিকে বিজেপির পোস্টার বয় যোগী আদিত্যনাথ। অন্যদিকে সপা সুপ্রিমো অখিলেশ যাদব। যুযুধান দু’পক্ষ বিমানে একসঙ্গে জলখাবার সারছেন। এমনই ছবি দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। টুইটারে এই ছবি পোস্ট করেছেন অখিলেশ যাদব স্বয়ং। আর তারপর থেকেই উঠেছে জোর গুঞ্জন। তাহলে কি উত্তরপ্রদেশে সমীকরণ বদলে গেল? বহেনজি মায়াবতীই বা কী বললেন?
টুইটারে পোস্ট করা অখিলেশ যাদবের ওই ছবিতে দেখা যাচ্ছে, মাথা মোড়ানো, গেরুয়াধারী এক ব্যক্তি ব্রেকফাস্ট সারছেন তাঁর সঙ্গে। অখিলেশ এই রকম একটি ছবি পোস্ট করে লেখেন, ‘যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী বাসভবন ছেড়ে চলে যাবেন, সেদিনই আমি ওঁকে পুরি-সব্জি খাওয়াব।’ আসলে বিরোধী নেতাকে কটাক্ষ করেই এমন পোস্ট দিয়েছেন অখিলেশ।
মুণ্ডিত মস্তক, গেরুয়া বসনের ওই ব্যক্তি আসলে সুরেশ ঠাকুর। সমাজবাদী পার্টির সদস্য তিনি। দলের সভায় অখিলেশের সঙ্গে প্রায়ই দেখা যায় তাঁকে। যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর চেহারার বেশ মিল থাকায় যোগীকে নিয়ে রাজনৈতিক কটাক্ষের সময় সুরেশকেই ঢাল হিসাবে ব্যবহার করেন অখিলেশরা। সম্প্রতি একটি প্রচারসভায় গিয়েছিলেন তাঁরা। সেখানেও সুরেশের পরনে ছিল গেরুয়া বসন। সেই প্রচারসভার ছবিও টুইট করে অখিলেশ বলেন, ‘নকল দেবতা তাঁরা আনতে পারবেন না ঠিকই। তবে নকল বাবাজি এনেছেন, গোরক্ষপুর বাদ দিয়ে সরকারের সম্পর্কে তিনি সব সত্যি কথা বলবেন’।