মঙ্গলবার অমিত শাহের রোড শো চলাকালীন বিদ্যাসাগর কলেজে বিজেপির গুণ্ডাবাহিনীই যে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, এবার একটি ভিডিও তুলে ধরে তা প্রমাণ করে দিল তৃণমূল। দিল্লীতে সাংবাদিক সম্মেলনে এদিন বিজেপি সভাপতি অমিত শাহকে মিথ্যেবাদী বলে কটাক্ষ করলেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন।
বুধবার ডেরেক বলেন, ‘কলকাতার রাস্তা আজ ব্যথিত, ক্রুদ্ধ। কাল যা হয়েছে, তা বাঙালির গৌরবকে আঘাত করেছে।’ এদিনই সকালে সাংবাদিক সম্মেলন করে অমিত শাহ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় তৃণমূলকে দায়ী করেন। সে প্রসঙ্গে ডেরেকের তোপ, ‘গতকাল যে ব্যক্তি রোড শো-এর নেতৃত্বে ছিলেন, তিনি দিল্লী এসে কী হয়েছে তা বোঝানোর চেষ্টা করছেন। আপনার বহিরাগতরা বাংলায় কী করছিলেন? তাজিন্দর বাগ্গা কে? দিল্লীতে কাউকে চড় মারার জন্য যিনি গ্রেফতার হয়েছিলেন, ইনি কি সেই একই ব্যক্তি নন?’
বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় দায় কার, তার প্রমাণ দিতে দুটি ভিডিও তুলে ধরে তৃণমূল সাংসদ বলেন, এরকম আরও ৪৪টি ভিডিও তাঁদের কাছে রয়েছে। যাতে প্রমাণিত হয় যে বাংলায় প্রচার চালাতে বাইরে থেকে গুণ্ডা এনেছে বিজেপি। তারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। পাশাপাশি, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে তোপ দেগে তিনি বলেন, ‘আমাদের আরও দুটি ছবি দেখানোর আছে। দুটি এমন ছবি যা প্রমাণ দিচ্ছে, বাংলায় বিজেপির সঙ্গে চক্রান্তে যুক্ত কেন্দ্রীয় বাহিনী।’