আসল-নকল। ভোট সামলানোর জন্য রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বারবার উঠেছে প্রশ্ন। কোথাও ভোটারদের মারধর তো কোথাও উঠছে শ্লীলতাহানির অভিযোগ বাহিনীর বিরুদ্ধে। তার মধ্যেই কিছু উর্দি পরা কেন্দ্রীয় বাহিনীকে দেখা ভোটারদের ভয় দেখাতে। তাঁরা যে আসল কেন্দ্রীয় বাহিনী নয় সেটাই বোঝে নি ভোটাররা। দলের নেতাদের উর্দি পরিয়ে ভোটারদের ভয় দেখানোর অভিযোগ উঠল বিজেপি বিরুদ্ধে। ছবি-সহ টুইট করে খোদ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে এমনই অভিযোগ করেছেন তৃণমূলের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশনের সেলের যৌথ আহ্বায়ক দীপ্তাংশু চৌধুরী।
প্রসঙ্গত, ষষ্ঠ দফা ভোটের দিনে মেদিনীপুরে বিজেপি রাজ্য সভাপতি ও প্রার্থী দিলীপ ঘোষের সঙ্গে সর্বক্ষণ উর্দি পরে ঘুরতে দেখা গিয়েছে একজনকে। ওই ব্যক্তির পরিচয় কী? তিনি কী আদৌও কেন্দ্রীয় বাহিনী জওয়ান? প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল কমিউনিকেশন সেলের যৌথ আহ্বায়ক দীপ্তাংশু চৌধুরী।
মঙ্গলবার দিলীপ ঘোষের সঙ্গে উর্দিধারী ওই ব্যক্তি দুটি ছবি টুইট করেন তৃণমূল নেতা দীপ্তাংশু চৌধুরী। বিজেপি রাজ্য সভাপতির উদ্দেশ্যে তিনি লিখেছেন, ‘আপনার সঙ্গে যিনি সিআরপিএফের উর্দি পরে বসে আছেন, তিনি কি বিজেপির সমর্থক? ওঁনার নাম বিবেক সোনকার নয় তো? তাহলে কি ভোটারদের ভয় দেখাতে দলের সমর্থকদের কেন্দ্রীয় বাহিনীর উর্দি পরিয়ে ব্যবহার করছে বিজেপি? এটাই কি ওদের নতুন রণকৌশল?’