বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছে কলকাতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভেঙে টুকরো টুকরো করেছে বিজেপি কর্মীরা। এমন ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙাকে বাঙালির অপমান হিসাবেই দেখছেন তিনি। তাই এই ঘটনায় অমিত শাহকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেছেন, ‘বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছে, ছেড়ে কথা বলব না’।
এই ঘটনার আধ ঘণ্টা পর বেহালার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওঁরা বিদ্যাসাগরের উপর হাত দিয়েছে, বাংলার ঐতিহ্যের উপর হাত দিয়েছে। বাংলার ঐতিহ্যের উপর কেউ হাত দিলে আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না।বাংলার অপমান, বাংলার উপর আঘাত সহ্য করব না।’ কটাক্ষের সুরে তৃণমূলনেত্রী বলেন, ‘কলকাতায় আজ এক জন রোড শো করেছে। শাহেনশাহ। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে লোক এনেছে। আমাদের ছেলেদের মেরেছে।’ অমিত শাহ-র নাম মুখে না আনলেও, তাঁকে উদ্দেশ্য করে এরপরই মমতা বলেন, ‘আরে তোর যদি ক্ষমতা না থাকে তা হলে রোড শো করতিস না।’
গতকাল জয়নগরের সভা থেকে অমিত শাহ রাজ্যকে ‘কাঙাল বাংলা’ আখ্যা দিয়েছিলেন। বিজেপি সভাপতির ওই মন্তব্যের পরেই ফুঁসছে আমবাঙালি। আর আজ মঙ্গলবার বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বিজেপি কর্মী-সমর্থকরা বাঙালির সেই রাগের ওপর ঘি ছেটাল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।