শুরু থেকেই খেল দেখাচ্ছে গরম। প্রথম থেকে তীব্র দাবদাহে নাজেহাল সাধারণ মানুষ। সকাল থেকেই অস্বস্তিকর গরম। বেলা বাড়তেই ঘামে ভিজে উঠছে জামা, ‘লু’-এর প্রভাবে বাড়ি থেকে বেরোনো দায়। সবে গতকাল একটু বৃষ্টি হয়েছে তার মধ্যেই আলিপুর আবহাওয়া দফতর জানান দিল, এবারে অন্যান্য বারের তুলনায় কম বৃষ্টি হবে।
গত ৫০ বছরের গড় হিসেব করে দেখা গিয়েছে, দেশে ৯৬% থেকে ১০৪% বৃষ্টিপাত হল স্বাভাবিক। সারা বছরের বৃষ্টিপাতের ৭০% বৃষ্টিই হয় বর্ষার মরশুমে। এর উপরই নির্ভর করে দেশের অর্থনৈতিক ভিত্তি।তাই কম বৃষ্টিপাতের খবরে স্বাভাবিক ভাবেই চিন্তায় পড়েছেন চাষিরা। কারণ পর্যাপ্ত বৃষ্টি না হলে ফলন ভালো হবে না।
হাওয়া অফিস সূত্রে খবর, দেশে বর্ষা ঢুকবে ৪ জুন। ওই দিন কেরালায় শুরু হবে মৌসুমী বৃষ্টিপাত। মঙ্গলবার তারা জানিয়েছে, এ বছর স্বাভাবিকের থেকে কম বৃষ্টি হবে এবং প্রবল গরমের আশঙ্কা।
কেরালায় বর্ষা ঢোকে সাধারণত ১ জুন। এরপর জুলাইয়ের মাঝামাঝি তা ছড়িয়ে পড়ে সারা দেশে। স্কাইমেট বিবৃতি দিয়ে জানিয়েছে, এ বছর ৪ জন কেরালা ছোঁবে মৌসুমী বৃষ্টিপাত। দেশে ৯৩% বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। বৃষ্টি হবে স্বাভাবিকের থেকে কম। ফলে ক্ষতির মুখে পড়ার সম্ভাবনা কৃষিক্ষেত্রের।