গোটা দেশ জুড়ে প্রবল ভাবে বইছে মোদী বিরোধী হাওয়া৷ যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে তা ভঙ্গ করেছেন মোদী, তার জন্য মানুষ যথেষ্ট ক্ষুব্ধ তাঁর ওপর৷ তাই ভোটব্যাঙ্কে যে এর প্রভাব পড়বে তা আগেভাগেই বুঝতে পেরেছে গেরুয়া শিবির৷ তাই ভোট হতেই কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটওয়ালে মন্তব্য করলেন উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে বিপুল আসন হারাবে বিজেপি৷
রামদাস বলেছেন, ” ২০১৪-য় বিজেপি মহারাষ্ট্র এবং উত্তর প্রদেশে যত আসন জিতেছিল এবার তার থেকে অনেক কম জিতবে৷ উত্তর প্রদেশে সপা-বসপা-আরএলডি জোটের কাছে ন্যূনতম ১০-১৫টা আসন হারাবে বিজেপি৷ অন্যদিকে মহারাষ্ট্রে রাজু শেট্টির দল স্বাভিমনী শেটকারী সংঘত দল বিজেপি-শিবসেনা জোট ছেড়ে কংগ্রেস-এনসিপি জোটে যোগ দেওয়ায় সেখানেও ৫-৬টা আসন হারাবে”৷
রাজনৈতিক বিশেষজ্ঞরা স্পষ্টই জানিয়ে দিয়েছেন বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না৷ গত লোকসভা নির্বাচনের তুলনায় এবার অনেক কম আসন পাবে বিজেপি৷ এই মন্তব্যে আগে থেকেই যথেষ্ট বিপাকে ছিল মোদী শিবির৷ এবার স্বয়ং কেন্দ্রীয় মন্ত্রীর এই বক্তব্য যে মোদীর অস্বস্তি আরও বহুগুণ বাড়িয়ে দিল, তা বলাই বাহুল্য৷