সদ্য শেষ হল দ্বাদশতম আইপিএল। চেন্নাইকে হারিয়ে ফের একবার চ্যাম্পিয়ন হল মুম্বই। গ্ল্যামারাস এই ট্রফির সেরা তারকা, বেস্ট অব দ্য টুর্নামেন্ট, সেরা একাদশ কারা হলেন দেখা যাক। প্রথমেই শুরু করা যাক নাইটবাহিনীর বাহুবলী আন্দ্রে রাসেলকে দিয়ে। চলতি বছরে যেন কলকাতা নাইট রাইডার্সের স্তম্ভ ছিলেন রাসেল। ১৪ ম্যাচে ৫১০ রান করেন তিনি। স্ট্রাইক রেট ২০৪.৮১। ১১টি উইকেটও পেয়েছেন। তাঁকে ছাড়া আইপিএলের কোনও দল হওয়া সম্ভবই নয়। ২০১৯ ‘ব্যাক উইথ আ ব্যাং’ হল ডেভিড ওয়ার্নারের। সানরাইজার্স হায়দ্রাবাদের ওপেনার ডেভিড ওয়ার্নার। ১২ ম্যাচে ৬৯২ রান করে অজি ওপেনার থাকছেন সবার আগে। গড় ৭৯.২০। অরেঞ্জ ক্যাপ পেলেন তিনি। ১৪ ম্যাচে ৫৯৩ রান করেছেন আইপিএলের ‘স্টাইলিশ প্লেয়ার’ লোকেশ রাহুল। গড় ৫৩.৯০। কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স ছিল তাঁর। তিন ফরম্যাটের ক্রিকেটেই যিনি সিদ্ধহস্ত, সেই যশপ্রীত বুমরা ছিলেন মুম্বই ইন্ডিয়ানসের পেস স্তম্ভ। ১৬ ম্যাচে ১৯টি উইকেট পেয়েছেন। গড় ২১.৫২। ইকনমি রেট ৬.৬৩। বুমরার স্পেলে ভর করে টুর্নামেন্ট জিতে নিল মুম্বই। শ্রেয়স গোপাল রাজস্থান রয়্যালসের এক জন ভরসাযোগ্য ক্রিকেটার। ১৪ ম্যাচে ২০টি উইকেট পেয়েছেন। গড় ১৭.৩৫। ইকনমি রেট ৭.২২। লোয়ার অর্ডারে ক্যামিওগুলিও ছিল চমৎকার।
দিল্লী ক্যাপিটালসের ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার। মিডল অর্ডারে নেমে ভরসাও দিয়েছেন। ১৬ ম্যাচে ৪৬৩ রান করেছেন তিনি। দিল্লী ক্যাপিটালসের হয়ে চলতি বছের ঋষভ পন্থ সবার মন জয় করে নিয়েছেন। এই উইকেটকিপার-ব্যাটসম্যান ১৬ ম্যাচে ৪৮৮ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১৬২.৬৬। গড় ৩৭.৫৩। মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ৭৮ রানের ইনিংসটি মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। তারপরেই নাম নেওয়া যায় মহেন্দ্র সিংহ ধোনির। চেন্নাই সুপার কিংস রানার্স আপ হলেও ১৫ ম্যাচে ৪১৬ রান করেছেন তিনি। গড় ৮৩.২০। ডেথ ওভারেও তাঁর পারফরম্যান্স ছিল মারাত্মক। দলের অধিনায়কও তিনিই। হার্দিক পান্ডিয়া মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ডেথ ওভারে চমৎকার ক্যামিওগুলি খেলেছেন। ২৫ বছরের তরুণ ১৬ ম্যাচে ৪০২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৯১.৪২, ১৪টি উইকেটও রয়েছে ২৫ বছরের অলরাউন্ডারের দখলে। চেন্নাই সুপার কিংসের ইমরান তাহিরকেও এই তালিকার বাইরে রাখা যায় না। ১৭ ম্যাচে ২৬টি উইকেট নিয়েছেন তিনি। গড় ১৬.৫৭। ইকনমি রেট ৬.৬৯। লেগস্পিনিংয়ের জাদুতে বিপক্ষের মিডল অর্ডারের ব্যাটসম্যানদের ফিরিয়ে দিয়েছেন অনায়াসেই। কাগিসো রাবাডা দিল্লী ক্যাপিটালসের অপর এক মুখ। ১২ ম্যাচে ২৫টি উইকেট পেয়েছেন তিনি। গড় ১৪.৭২। ইকনমি রেট ৭.৮২। দলের পেস ব্যাটরির দায়িত্বে ছিলেন তিনিই।