রাজ্যের কোন জেলা পরিষদ জিততে না পারলেও সদ্য সমাপ্ত পঞ্চায়েত ভোটে আদিবাসী-অধ্যুষিত ঝাড়গ্রাম ও পুরুলিয়া জেলায় তুলনামূলক ভাবে ভালো ফল করেছে বিজেপি। এই ফলের পিছনে মাওবাদীদের সক্রিয় অবদান রয়েছে। নিষিদ্ধ সিপিআই(মাওবাদী) দের মুখোশ সংগঠন আদিবাসী সম্মনয় মঞ্চর সঙ্গে আঁতাতে যায় বিজেপি। আঁতাতের কথা সরাসরি স্বীকার না করলেও বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এটা বলেন যে যেখানে আদিবাসী সম্মনয় মঞ্চ লড়েছে সেখানে তৃণমূল বিরোধী ভোট ভাগাভাগি ঠেকাতে বিজেপি প্রার্থী দেয়নি।
বিনপুর ২নং ব্লকের বাঁশপাহাড়ি, ভূলাভেদা ও শিমুলপালে মাওবাদীদের সঙ্গে জোট করেই তৃণমূলকে হারিয়েছে বিজেপি।
ভোটের আগে নিষিদ্ধ মাওবাদীরা আদিবাসী সম্মনয় মঞ্চর প্রার্থীদের সমর্থনের জন্যে আহবান করে। প্রচার পত্রও বিলি হয়। আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহলও বিবৃতি জারি করে এএসমকে সমর্থন জানায়। নিষিদ্ধ মাওবাদীদের সাথে বিজেপির এই আঁতাত রাজনৈতিক মহলে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে।