আগামী ১৯ মে বাংলায় শেষ দফার ভোট। আগামী রবিবার সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ হবে বাংলায়। আর এই শেষ দফার ভোট নিয়ে আজ রিভিউ বৈঠক করবেন উপমুখ্য নির্বাচন কমিশনার সুদীপ জৈন৷ বৈঠক করবেন রাজ্যের জেলাপ্রশাসন ও পুলিশ কর্তাদের নিয়ে৷
ষষ্ঠদফার ভোটে রাজ্যজুড়ে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। বিজেপির মদতে কেশপুর-সহ অন্যান্য জায়গায় অশান্তির সৃষ্টি হয়েছে। তবুও ভোটদানের হারে দেশে শীর্ষেই রয়েছে পশ্চিমবঙ্গ৷ ষষ্ঠ দফায় রাজ্যে ভোট পড়েছে ৮০.১৬ শতাংশ৷ শেষ দফার ভোট আগামী ১৯ মে। আজকের বৈঠকে থাকবেন অজয় নায়েক, বিবেক দুবে৷ মডেল কাউন্টিং সেন্টার নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক হবে৷ এমনকি আজ বিকেলে কাউন্টিং নিয়ে প্রশিক্ষণ দেবেন তাঁরা৷