মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে কার্যত সীলমোহর দিয়ে আসানসোল স্টেশনে এক কোটি টাকা-সহ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের আপ্তসহায়ক গৌতম চ্যাটার্জিকে গ্রেপ্তার করল রেলপুলিশ। লক্ষ্মীকান্ত শাহ নামে ভিনরাজ্যের এক বাসিন্দাকেও গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক তদন্ত শেষে রেলপুলিসের দাবি, জেরায় লক্ষ্মীকান্ত স্বীকার করেছে, ষষ্ঠ দফার নির্বাচনের সময় ওই টাকা বিলি করতে তাদের দিয়েছিল বিজেপি। দিল্লী থেকেই ওই টাকা নিয়ে রাজ্যে আসছিল সে। রেলপুলিশ আরও জানিয়েছে, রবিবার রাতে গোপন সূত্রে তারা খবর পায়, প্রচুর নগদ টাকা নিয়ে দিল্লী থেকে আসানসোল আসছে কয়েকজন।
এরপরই সাদা পোশাকে জিআরপি এবং আরপিএফ কর্মীরা স্টেশন চত্বরে ফাঁদ পাতে। তারপরই নীল রঙের ব্যাগ-সহ আসানসোল স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ওই দুজনের চলাফেরায় সন্দেহ হওয়ায় তাদের প্রথমে জেরা করে রেলপুলিশ। সন্তোষজনক জবাব না পেয়ে ব্যাগে তল্লাশি করতেই টাকা উদ্ধার হয়। খবর দেওয়া হয় আয়কর দপ্তরকেও। পুলিশ জানিয়েছে, জেরায় লক্ষ্মীকান্ত বিজেপির কাছে থেকে টাকা নিয়ে আসার কথা বলার পর বিজেপির তরফে প্রথমে দাবি করা হয় তারা লক্ষ্মীকান্তকে চেনে না। পরে গৌতম চ্যাটার্জির পরিচয় জানার পরই তদন্তের মোড় অন্য দিকে ঘুরে যায়।