চকচক করলেই সোনা হয় না। ঠিক তেমনই ইংরেজি বললেই সম্মান জানানো হয় না। কারণ ইংরেজিতে গালাগালও দেওয়া যায়। কিন্তু সেসব বিজেপির কর্মী-সমর্থকরা বুঝলে তো!
গতকাল বিশ্বের অন্যতম এলিট ম্যাগাজিন টাইম-এ মোদীর সমালোচনা করে বলা হয়েছে ‘ভারতে বিভাজনের গুরু’। এই নিয়ে কভার স্টোরি করেছে তারা। প্রচ্ছদেও লাগানো হয়েছে মোদীর মুখ। সেখানে লেখা ‘ইন্ডিয়াস ডিভাইডার ইন চিফ’। এটাকেই বিশাল কোনও সম্মান মনে করছেন বিজেপি কর্মী-সমর্থকদের একাংশ।
তাই এই নিন্দাকেই উপাধি ঠাউরে মাঠে নেমে পড়েছেন তাঁরা। এমন ‘উপাধি’ পাওয়ায় মোদীর ভূয়সী প্রশংসাও করেছেন তাঁরা। দেশবাসীর তরফে প্রধানমন্ত্রী মোদীকে ‘অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা’ জানিয়েছেন তাঁরা। নিজেকে বিজেপি কর্মী হিসাবে পরিচয় দেওয়া উমেশ রঞ্জন সাহু যেমন। নিজের ফেসবুক পেজে টাইম ম্যাগাজিনের প্রচ্ছদের মোদীর ছবির সঙ্গে নিজের ছবি লাগিয়ে তিনি প্রধানমন্ত্রীকে কুর্নিশ জানিয়েছেন। লিখেছেন, ‘আমেরিকার বিশ্বপ্রসিদ্ধ ম্যাগাজিন ‘টাইম’, ভারতের প্রধানমন্ত্রী মোদীকে ‘ডিভাইডার ইন চিফ’ উপাধিতে ভূষিত করেছে। এই সম্মানের জন্য সমস্ত দেশবাসীর তরফ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য শুভেচ্ছা ও শুভকামনা’।
এই ছবি পোস্ট করার পরেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সামজিক যোগাযোগ মাধ্যমে ব্যবহারকারীরা বলছেন, ‘ভক্ত হোক তো অ্যায়সা, একেবারে অন্ধভক্ত’। আর রাজনৈতিক বিশ্লেষকদের এই নিয়ে প্রশ্ন করা হলে তাঁরা ঠোঁট বেঁকিয়ে বলছেন, ‘গাধা আর কাকে বলে?’