যাদবপুরের প্রাক্তন সহ-উপাচার্যের মৃত্যু ঘিরে দানা বেঁধেছে রহস্য। তা ঘিরেই চাঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। খবর সামনে আসতেই টালিগঞ্জ থানার পুলিশ ঘটনায় পৌঁছায় এবং দেহ উদ্ধার করে। মৃত্যুর কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য ছিলেন আশিস বর্মা। দীর্ঘদিন ধরে সাদার্ন অ্যাভিনিউতে বিশ্ববিদ্যালয়ের আবাসনে একাই থাকতেন তিনি।
জানা গিয়েছে, প্রতিদিনের মতো শুক্রবার রাতেও আশিসবাবুর সমস্ত কাজকর্ম করে বাড়ি চলে যান পরিচারিকা। শনিবার সকালে নিয়মমাফিক ফের ওই আবাসনে যান তিনি। জানা গিয়েছে, এদিন কাজে গিয়ে তিনি দেখেনে আশিসবাবুর ফ্ল্যাটের সদর দরজা খোলা।
কিন্তু, আশিসবাবুর মৃত্যুর পিছনে কী কারণ রয়েছে, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। বয়সজনিত অসুস্থতার কারণে মৃত্যু হয়নি বলে অনুমান করছেন তদন্তকারীরা। কারণ, পরিচারিকার দেওয়া তথ্য অনুযায়ী, দরজা খোলা ছিল ফ্ল্যাটের। আর তাতেই রহস্য তৈরি হয়েছে। ইতিমধ্যেই আশিস বর্মার সাদার্ন অ্যাভিনিউ-এর ফ্ল্যাটে গিয়েছে লালবাজারের হোমিসাইড শাখার আধিকারিকরা। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ আধিকারিকরা।