লোকসভা ভোটের প্রচারের জন্যে এবার নানারকম আকর্ষণীয় উপায় অবলম্বন করেছে তৃণমূল। এবার তৃণমূলের রাজ্য সভার দলনেতা এবং প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ ব্রায়েনের তরফে কলকাতা উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে একটি ভিডিও প্রকাশ করা হল। যেখানে তৃণমূল সমর্থকেরাই সুদীপের সমর্থনে
হ্যাশট্যাগে সাপোর্টিং সুদীপদা লেখা এই ভিডিওটি শ্যুট করা হয়েছে শিয়ালদহ স্টেশনের সামনে। প্রথম ভোটারদের ভোট দানে উৎসাহিত করতেই এই ভিডিওটি। ভিডিওতে দেখা যাচ্ছে ‘আমাদের প্রথম ভোট’ লেখা একদল তরুণ-তরুণীকে। যারা গানে গানে মমতার নানা রকম প্রকল্পকে তুলে ধরছে। সবুজসাথী, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী ইত্যাদি নানা প্রকল্প উঠে এসেছে এই প্রচার ভিডিওতে। বলা হচ্ছে কেন মমতাই দেশের একমাত্র জননেত্রী যিনি সবার কথা ভাবেন।
ভিডিওটি যখন শ্যুট করা হচ্ছিল তখন বহু মানুষ উৎসাহ নিয়ে দাঁড়িয়ে ছিলেন। ক্যামেরাবন্দী করছিলেন এই অসামান্য মুহূর্তকে। অনেক কাউকে দলের পতাকা হাতে দাঁড়িয়ে থাকতেও দেখা যায়। ভিডিওর একেবারে শেষে হ্যাশট্যাগ সাপোর্টিং সুদীপ দা লেখা একটি ব্যানারে একত্রিত হতে দেখা যায় সকলকে। তারপরে ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক ভারত গড়ে তুলতে মমতা তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রথম ভোটার-সহ যুব সমাজ যে এই ভিডিওটি দেখে ভোটদানে আরও আগ্রহী হবেন তা বলাই বাহুল্য। এরকম আকর্ষণীয় ভাবে নির্বাচনী প্রচারে বারেবারে বিরোধীদের পিছনে ফেলে দিচ্ছে তৃণমূল।