হান্স অ্যান্ডারসনের ‘দ্য এম্পারর’স নিউ ক্লোথস’ গল্পে যেখানে রাজাকে উলঙ্গ দেখেও কেউ কিছু বলার সাহস পাচ্ছিল না, সেখানে এক শিশু তাঁর মুখোমুখি দাঁড়িয়ে এ কথা বলার সাহস দেখিয়েছিল যে ‘রাজা তোর কাপড় কোথায়?’ এবার ঠিক তেমনই এক ঘটনা ঘটল যেন। এবার ভরা সভায় মোদীকে কালো পতাকা দেখালেন এক কিশোর। যার শাস্তি হিসেবে তার ওপর নেমে এল ফ্যাসিজমের খাঁড়া।
গতমাসেই উড়িষ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হেলিকপ্টারে তল্লাশি চালিয়ে নিজের দায়িত্ব পালন করার পর নির্বাচনী পর্যবেক্ষক তথা ১৯৯৬ ব্যাচের কর্ণাটক ক্যাডারের আইএএস অফিসার মহম্মদ মহসিনকে অনৈতিক ভাবে সাসপেন্ড করেছিল নির্বাচন কমিশন। আর এবার মোদীকে কালো পতাকা দেখানোয় ক্লাস টেনের এক পড়ুয়াকে মারধর করল বিজেপি সমর্থকরা। গত বৃহস্পতিবার উত্তরপ্রদেশের প্রয়াগরাজে বিজয় সংকল্প সভা করেছিলেন নমো। সে সময় বেকারত্বের প্রতিবাদে প্রধানমন্ত্রীকে কালো পতাকা দেখান বছর পনেরোর ওই কিশোর। যার জেরে তাঁকে মারধর করা হয় বলে অভিযোগ।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, প্রধানমন্ত্রীর ওই সভা ঘিরে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছিল। কেউ যাতে কালো পতাকা নিয়ে মাঠে ঢুকতে না পারেন, সে বিষয়েও বিশেষ সচেষ্ট ছিল প্রশাসন। তবে সমস্ত নজরদারি এড়িয়েই কালো পতাকা হাতে জনসভার মাঠে ঢুকে পড়েছিলেন ওই কিশোর। ও’দিন সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ মঞ্চে ওঠেন মোদী। তিনি ভাষণ শুরু করার কয়েক মিনিটের মধ্যে চেয়ারে উঠে কালো পতাকা দেখাতে শুরু করেন অঙ্কিত প্রধান যাদব নামে বছর চোদ্দর ওই কিশোর। মুহূর্তের মধ্যে ওই কিশোরকে ঘিরে ফেলে ‘ভক্ত’রা। এরপরই তাঁকে মাঠে ফেলে চলে বেধড়ক মারধর।
শেষমেশ যখন তাঁর প্রাণ যায় যায় অবস্থা, সেই সময় পুলিশ এসে গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে নিয়ে যায়। জানা গেছে, অঙ্কিতের বাবাও মোদীর আচ্ছে দিনের ঠেলায় দুর্দশায় দিন কাটানো এক কৃষক। তাঁদের পরিবার কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। স্বতপ্রণোদিতভাবেই শাসকের বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে এসেছিলেন অঙ্কিত। যার ফলে বেজায় অস্বস্তিতে গোটা মোদী-সহ বিজেপি শিবির।