“ইন্ডিয়া’স ডিভাইডার ইন চিফ”- হ্যাঁ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি দিয়ে ঠিক এই কথাটিই লেখা ছিল আন্তর্জাতিক পত্রিকা টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে। বাংলায় যার অর্থ দাঁড়ায়, ভারতের প্রধান বিভাজক। এই প্রচ্ছদকেই এবার অস্ত্র করে মোদীকে বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভেদের রাজনীতির অভিযোগকে হাতিয়ার করেই সুর চড়ালেন তিনি।
প্রসঙ্গত, মার্কিন ম্যাগাজিন টাইমের নতুন সংখ্যার প্রচ্ছদ ঘিরে ভারতের ভোট-বাজার ইতিমধ্যেই গরম। গতকাল সেই উত্তাপকেই আরও বাড়িয়ে দিয়ে তৃণমূল নেত্রী বলেন, ‘বিদেশি ম্যাগাজিনেও বলেছে দেশকে ভাগ করার প্রধানমন্ত্রী মোদী। দাঙ্গা, গোরক্ষক, লিঞ্চিং ছাড়া কিছু বোঝে না।’ এখানেই শেষ নয়। ফের একবার মোদীর দিকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জও ছুঁড়ে দেন মমতা।
উল্লেখ্য, বিগত ৫ বছরে বারবারই মোদী-শাহ-সহ গোটা গেরুয়া শিবিরের বিরুদ্ধেই সাম্প্রদায়িকতা ও ভাগাভাগির রাজনীতির অভিযোগ তুলে আসছেন বিরোধীরা। তবে তা নিয়ে সবচেয়ে বেশিবার সরব হতে দেখা গেছে বাংলার মুখ্যমন্ত্রীকেই। বিজেপির বিভাজনের রাজনীতির বিরুদ্ধে বরাবরই সম্প্রীতির কথা বলেছেন তিনি। এমনকি তৃণমূলের নির্বাচনী গানেও উল্লেখ রয়েছে বিজেপির ধর্মীয় মেরুকরণের চেষ্টার কথা। এবার টাইমস ম্যাগাজিনের প্রচ্ছদ যেন তৃণমূল নেত্রীর দীর্ঘদিনের অভিযোগকেই মান্যতা দিল।