২০১৪ লোকসভা নির্বাচনের প্রচারে মোদীর প্রচারের অন্যতম ইস্যুই ছিল কর্মসংস্থান। বছরে ২ কোটি চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। নির্বাচন জিতে দিল্লীর মসনদে পাঁচ বছর কাটিয়েও দিলেন। আবার এক লোকসভা নির্বাচন চলছে। কিন্তু আদেও কি মোদীর কর্মসংস্থানের প্রতিশ্রুতির পূর্ন হয়েছে? দেশের অলিতে গলিতে ঘুরলে সেই প্রশ্নের উত্তরে কেউ তার উত্তর দিতে পারছে না। এর মধ্যেই কেন্দ্রীয় সরকারের বেতনের পরিসংখ্যা সামনে এসেছে। ৭০ বছরে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের অবস্থা সবচেয়ে খারাপ।
কেন্দ্রের বিজেপি নেতারা পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এসে বারেবারেই বলেছেন, ক্ষমতায় এলে এ রাজ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে। রাজ্য সরকারি কর্মচারীরা যাতে বঞ্চনার শিকার না হয়, সেটা দেখবেন তাঁরা। কিন্তু কয়েকমাস আগেই সপ্তম বেতন কমিশন লাগু করেছে কেন্দ্রীয় সরকার। গত ৭০ বছরে সরকারি কর্মচারীদের বেতন পরিকাঠামোর এত খারাপ অবস্থা আগে কখনও হয়নি। বিভিন্ন মহল থেকেই একথা স্বীকার করে নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকারের কর্মীদের অধিকাংশ দাবিই মেনে নেওয়া হয়নি।
আর এই তথ্য সামনে আসতেই বিরোধী দলগুলি সরব হয়েছে। কংগ্রেস নেতা অজয় মাকেন বিজেপি সরকারকে খোঁচা দিয়ে বলেছেন, ‘২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ির সরকারের একটি বেতন কমিটি তৈরি করার কথা ছিল, কিন্তু সেই সরকার সেটা করেনি। পরে কংগ্রেসের সরকারই ওই কমিটি তৈরি করে।’ তিনি আরও যোগ করেন, পঞ্চম এবং ষষ্ঠ বেতন কমিশন যেখানে কর্মীদের মাইনে ২০ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছিল, সেখানে সপ্তম বেতন কমিশনে মাত্র ১৫ শতাংশ মাইনে বাড়ানোর সুপারিশ করা হয়েছিল। এখানেই শেষ নয়, সরকারি কর্মীদের বেসিক মাইনের পরিমাণও অনেক কম বাড়ানো হয়েছে সপ্তম বেতন কমিশনে।