লোকসভা নির্বাচনের মধ্যেই আবার বিতর্কে জড়াল গেরুয়া শিবির। এক নববালিককে যৌথ হেনস্তার অভিযোগ উঠল বিজেপির ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে। ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, গত ২৬ এপ্রিল ফলতায় নিজের অফিসে এক ১৭ বছরের কিশোরীকে যৌন হেনস্তা করেন ডায়মন্ড হারবারের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়।
এর পরেই নির্যাতিতা এবং তাঁর বাবা ফলতা থানায় অভিযোগ করেন। পুলিশের কাছে জবানবন্দি দেয় নির্যাতিতা এবং তাঁর মেডিক্যাল পরীক্ষা হয়। শুক্রবার পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগের উদ্যোগে নজরে আসে বিষয়টি।
পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা সংস্থার অনন্যা চক্রবর্তীর কথায়, ‘ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের শিবসেনা প্রার্থী সন্তোষ কুমার আজ আমাদের দফতরে লিখিত ভাবে বিষয়টি জানান। তার পরেই আমরা নির্বাচন কমিশনের কছে ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তর বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছি। পাশাপাশি ফলতা থানাতেও অভিযুক্তকে গ্রেফতার করার জন্য বলেছি। যেভাবেই হোক মেয়েটির পাশে আমাদের দাঁড়াতে হবে।’
স্থানীয় এক তৃণমূল নেতা জানিয়েছেন, ‘নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে। তারমধ্যে সবথেকে মারাত্মক অভিযোগ হলো এই যৌন নিগ্রহের অভিযোগ। আমরা বারবার এই ব্যাপারে আবেদন করে এসেছি। শেষ পর্যন্ত যে শিশু সুরক্ষা কমিশন আমাদের আবেদনে সাড়া দিয়েছেন, তাতে আমরা খুশি।’
পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ সংস্থার পক্ষ থেকে একটি বিশেষ টিম ইতিমধ্যেই ওই নবালিকার বাড়ির উদ্দেশে রওনা হয়েছে। ফলতা থানাতেও যাবেন তাঁরা।