ছোটবেলায় নানা রূপকথার গল্প পড়ার পর সবারই মনে শখ জাগে রাজা-রাজরাদের মতো ঘোড়ায় চড়ে বিয়ে করতে যাওয়ার। ঘোড়ায় চড়ে বিয়ের নিয়মও আছে নানা সম্প্রদায়ের মধ্যে। কিন্তু এবার ঘোড়ায় চেপে বিয়ে করতে যাওয়ার জন্যই বিপাকে পড়লেন এক দলিত যুবক। এখন এই ‘অপরাধে’র খেসারত দিতে হচ্ছে তাঁদের গোটা সম্প্রদায়কে। তাঁদের সবাইকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছেন উচ্চবর্ণেরা।
রাজকোটের মেহসানার ঘটনা। পুলিশ জানিয়েছে, ২৪ বছরের মেহুল পারমার ৭ মে শোভাযাত্রা বের করে ঘোড়ায় চেপে বিয়ে করতে যান। এতেই চোখ টাটায় উচ্চবর্ণের মানুষদের। পরদিনই গ্রামের হোতারা একটি বৈঠক করে সিদ্ধান্ত নেন, তাঁরা দলিত সম্প্রদায়ের সবাইকে বয়কট করবেন। গ্রাম পঞ্চায়েত প্রধান বিণুজি বলেন, গ্রামে কোনও দলিতের ঘোড়ায় চাপার কোনও অধিকার নেই। সেই কাজ করে মেহুল পারমার গ্রামের ঐতিহ্য ভেঙেছেন। শাস্তির নিদানও দিয়েছেন তিনি। যাঁরা দলিতদের সঙ্গে কথা বলবে বা যোগাযোগ রাখবেন, তাঁদের ৫০০০ টাকা করে জরিমানা দিতে হবে বলেও ঘোষণা করেছেন সরপঞ্চ।
এই নির্দেশের পর দোকানদাররা দলিতদের দুধ, চালের মতো অত্যাবশ্যকীয় জিনিসগুলিও বিক্রি করছেন না বলে অভিযোগ। অভিযোগ পেয়ে প্রশাসনের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে দলিতদের সঙ্গে কথা বলেন ও অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়। বৃহস্পতিবার সরপঞ্চ-সহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা অঞ্চলে।