শাহিদ আফ্রিদির আত্মজীবনী ‘গেম চেঞ্জার’ প্রকাশের পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। এবার সেই বিতর্কে নাম জড়ালো শোয়েব আখতারের মতো ব্যক্তিত্বের নাম। আফ্রিদির সঙ্গে গলা মিলিয়ে শোয়েবও বলছেন, তরুণ ক্রিকেটার হিসেবে তিনিও পাকিস্তান দলে বড়দের ‘অত্যাচার’ সহ্য করেছেন। আফ্রিদি তাঁর বইয়ে যে ‘দুর্ব্যবহারের প্রসঙ্গ’ সামনে এনেছেন, তা নিয়েই প্রশ্ন রাখা হয় শোয়েবের কাছে। তিনি বলেন, ‘একবার অস্ট্রেলিয়া সফরের সময় চারজন প্লেয়ার আমাকে ব্যাট দিয়ে মারার জন্য এগিয়ে এসেছিল।’ আফ্রিদি বলেছিলেন, ১৯৯৯ সালে চেন্নাই টেস্টের আগে জাভেদ মিয়াঁদাদ তাঁকে ব্যাটিং প্র্যাক্টিসই করতে দেননি। যে ঘটনা সামনে আসার পর শোয়েবের বক্তব্য, “খেলার সময় সিনিয়র ক্রিকেটারদের কাছ থেকে যে দুর্ব্যবহার পাওয়ার কথা ও লিখেছে, তা তো ও কম করে বলেছে। আমি নিজে চোখেই তো এর দু’একটা নমুনা দেখেছি। আমি ওর সঙ্গে পুরো একমত”।
শোয়েবের চাঞ্চল্যকর দাবি, দশ জন সিনিয়র ক্রিকেটার দুর্ব্যবহার এবং কৃতকর্মের জন্য তাঁদের দু’জনের কাছে পরে ক্ষমাও চেয়েছিলেন। তবে আফ্রিদিকে ছেড়ে কথা বলছে না পাকিস্তানের ক্রিকেটমহল। প্রাক্তন পাক ব্যাটসম্যান ইমরান ফারহাত পাল্টা দাবি করেছেন, আফ্রিদি খুবই স্বার্থপর ক্রিকেটার এবং অনেকের ক্রিকেটজীবন শেষ করে দিয়েছেন। একের পর এক টুইট করে ফারহাত অভিযোগ করেছেন, ‘কুড়ি বছর ধরে নিজের বয়স নিয়ে মিথ্যা বলা এক জন এখন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটারদের দিকে কাদা ছুড়ছেন’।