এবার বাংলার উন্নয়নের ধারা বজার রাখতে মমতার হাত শক্ত করে ধরার কথা জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যন্ত্রী চন্দ্রবাবু নায়ডু। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার বাঘ’ বলে আখ্যা দিলেন চন্দ্রবাবু নায়ডু। আজ দুপুরে খড়গপুরে মানস ভুঁইয়ার সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর বক্তৃতা যখন শেষ পর্যায়ে, তখন মঞ্চে আসেন তেলুগু দেশম পার্টির সভাপতি। দিদির বক্তৃতা শেষে মাইক ধরেন বাবু। শুরুতে কিছুটা বাংলায় বলার চেষ্টা করেন একদা এনডিএ-এর শরিক। বলেন, “দিদি বাংলার বাঘ। মোদীকে শায়েস্তা করে দিয়েছেন।”
গতকাল বাংলায় এসেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী। খড়গপুর শহরে বহু তেলুগু ভাষাভাষীর বাস। এ দিন সিংহভাগ বক্তৃতা তেলুগু ভাষাতেই দেন চন্দ্রবাবু। উল্লেখ্য, এ বার লোকসভার সঙ্গেই অন্ধ্রপ্রদেশে বিধানসভা ভোট হয়েছে। বিশাখাপত্তনমের সমুদ্র সৈকতে চন্দ্রবাবুর ডাকা মেগা সমাবেশে সেখানে গিয়েছিলেন মমতা। ছিলেন দিল্লীর মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও।
মুখ্যমন্ত্রী এই জনসভা থেকে বিজেপিকে তীব্র আক্রমন করে বলেছেন, “বিজেপি আসছে না। দিলীপ ঘোষ জিতছে না। একটা এমএলএ-কে কী ভাষায় কথা বলতে হয় সেটা পর্যন্ত জানে না। কাউকে সম্মান দেয় না। পলিটিক্সটাকে পুরো নষ্ট করে দিয়েছে।” এদিন তাঁর বক্তৃতায় মেদিনীপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা বিজেপি-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে তীব্র আক্রমণ শানান। খড়গপুরের বিধায়ক দিলীপবাবু। এ দিন মমতা বলেন, “এখানকার বিজেপি বিধায়ক কোনও কাজ করেন না। উনি গদাবাবু। সারাদিন শুধু গদা নিয়ে ঘুরে বেড়ান।”