উত্তরপ্রদেশে জোট বেঁধেছে একসময়ের যুযুধান দুই শিবির বহুজন সমাজ পার্টি ও সমাজবাদী পার্টি৷ কিন্তু বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী মন্তব্য করেছেন যখন শত্রুই থাকবে না তখন এই বন্ধুত্বের কী হবে? বসপা নেত্রীর এই মন্তব্য জল্পনা বাড়িয়েছে৷ বুধবার আজমগড়ে ভোট প্রচারে যান মায়াবতী৷ বসপা নেত্রী এর আগে মুলায়মের হয়ে ভোট প্রচার করেন৷ এবার অখিলেশের হয়ে ভোট প্রচারে যান দলিত নেত্রী৷ সেখানে বসপা কর্মী ও সমর্থকদের অখিলেশকে ভোট দেওয়ার আর্জি জানান। এই কেন্দ্র থেকে ভোটে লড়ছেন সমাজ পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব৷ ২০১৪ সালে প্রবল বিজেপি ঝড়েও এই কেন্দ্র থেকে লড়ে জেতেন মুলায়ম সিং যাদব৷ এবার আসনটি তিনি ছেলে অখিলেশকে ছেড়ে দেন৷ আর মুলায়ম চলে যান মৌনপুর কেন্দ্রে৷
প্রচার সভা থেকে মায়াবতী বলেন, “কেন্দ্র থেকে মোদীকে তাড়াতে এই জোট তৈরি হয়নি৷ যতক্ষণ না যোগীকে মসনদ থেকে সরাতে পারছি ততদিন আমরা চুপ বসে থাকব না৷ দুই জনকে ক্ষমতাচ্যুত করেই তবেই ক্ষান্ত হবে”। বসপা নেত্রী বুঝিয়ে দেন, মোদী-যোগীকে ক্ষমতাচ্যুত করা অবধি মহাজোট অটুট থাকবে৷ কিন্তু তারপর কি হবে, সেই প্রশ্নের উত্তর খুঁজছে রাজনৈতিক মহল৷
গত লোকসভা ভোটে উত্তরপ্রদেশ থেকে ৭০টির বেশি আসনে জয়ী হয়ে কেন্দ্রে যাওয়ার পথ মসৃণ হয়ে যায় বিজেপির কাছে৷ আর ভরাডুবি হয় বিরোধীদের৷ সেই ঘটনার পুনরাবৃত্তি আটকাতে জোট বেঁধেছেন অখিলেশ ও মায়াবতী৷ কিন্তু দিল্লি থেকে বিজেপিকে তাড়িয়েই ক্ষান্ত হবে না মহাজোট৷ রাজ্যের বিধানসভা ভোটেও আর পদ্ম ফুল ফোটাতে দেবেন না অখিলেশ-মায়াবতী৷