বনগাঁ কেন্দ্রে ভোটগ্রহণের আগে কল্যাণীতে বিজেপির হয়ে প্রচার সভা করতে এসে মুখ পুড়েছিল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। কারণ লোক হয়েছিল হাতে গোনা। তারপর ঘাটালে ভারতী ঘোষের সমর্থনে করতে এসেও সে ‘ফাঁকা মাঠে গোল’ দিতে হয়েছিল শাহকে। কিন্তু সেই একই ছবি দেখা গেল এবার প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীর সভাতেও! অরায় ফাঁকা চেয়ারের সারির সামনেই ভাষণবাজির এক্সপ্রেস ছোটাতে হল তাঁকে।
হতে পারে প্রবল গরম, কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রীর সভা বলে কথা। তাও আবার যে আসনটি এই বাংলায় সবচেয়ে নিরাপদ ভাবছে বিজেপি, সেই পুরুলিয়ায়। হিসেব মতো, মাঠ উপচে ভিড় হওয়ার কথা। কিন্তু বৃহস্পতিবার পুরুলিয়ায় মোদী যে সভা করলেন, তাতে মাঠ ভরা তো দূর, মোদীর ভাষণের সময় মাঠের অধিকাংশ জায়গাই পড়ে রইল ফাঁকা। এর আগে যোগী আদিত্যনাথের বনগাঁর সভা কিংবা অমিত শাহর কল্যাণী ও ঘাটালের সভায় মাঠের অবস্থা মুখ পুড়িয়েছে বঙ্গ বিজেপি।
কিন্তু নরেন্দ্র মোদীর সভায় ভিড় নিয়ে ভাবনাই নেই, এমনটাই মনে করেছিলেন বিজেপি নেতারা। বাস্তবে অবশ্য দেখা গেল অন্য চিত্র। মাঠের অধিকাংশ জায়গাই পড়ে রইল ফাঁকা। উল্লেখ্য, বাংলায় ইদানীং পুরুলিয়া নিয়েই আশায় বুক বাঁধছিল বিজেপি। কিন্তু আজকের কার্যত ফাঁকা মাঠ যেন সজোরে ঘা মারল গেরুয়া শিবিরের আঁতে। মুখ পুড়ল মোদীরও।