১৯ জানুয়ারি কলকাতার ব্রিগেডের মঞ্চ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্নই যেন একটু একটু করে সত্যি হওয়ার পথে। দেশের সব বিরোধী দলকে এক মঞ্চে এনে মোদী বিরোধী যে হাওয়া তুলেছিলেন তিনি, সেই হাওয়াও নৌকা এগিয়ে চলেছে। লোকসভা নির্বাচনের দু’দফা আগেই বিজেপির ‘কারসাজি’ রুখতে কোমর বাঁধছে বিরোধীরা। সূত্র মারফৎ জানা গিয়েছে, প্রায় ২১টি রাজনৈতিক দল ২৩ মে’র পরই রাষ্ট্রপতিকে চিঠি দিয়ে আবেদন জানাতে চলেছেন।
কি আছে এই আবেদনে? বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি চিঠি দিয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন জানাতে চলেছে, ম্যাজিক ফিগারে না পৌঁছলে সবচেয়ে বেশি আসন পাওয়া কোনও দলকে যেন এককভাবে সরকার গড়ার জন্যে ডাকা না হয়। কারণ তারা জোটবদ্ধভাবে সরকার গড়তে চান।
রাজনৈতিক মহলের দাবি, যেভাবে কর্নাটকে সফল হতে পারেনি বিজেপি। কংগ্রেস ও জনতা দল সেকুলারের সম্মিলিত আসন সংখ্যা বিজেপির চেয়ে বেশি হওয়া সত্বেও বিজেপিকে সরকার গড়তে ডেকেছিলেন সেরাজ্যের রাজ্যপাল। কিন্তু বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেনি বিজেপি। শেষে কংগ্রেস ও কুমারস্বামীর দল সরকার গঠন করে। এই একইভাবে দেশেও সরকার গড়তে চান এই ২১টি বিরোধী দল।
রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, এবার লোকসভা ভোটেও একক ভাবে ম্যাজিক ফিগারে পৌঁছনোর কোনও সম্ভাবনাই নেই বিজেপির। সেক্ষেত্রে একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপিকে রাষ্ট্রপতি ডাকলে বিজেপি বিরোধীদের জোট ভাঙানোর চেষ্টা চালাতে পারে। তাই আগেভাগেই ঘর গোছাতে শুরু করেছে বিরোধীরা।