প্রকাশিত হল আইসিএসই ও আইএসসি পরীক্ষার ফলাফল। মঙ্গলবার অফিসিয়াল ওয়েবসাইট cisce.org-তে ফলপ্রকাশ করে কেন্দ্রীয় স্কুলশিক্ষা বোর্ড। চলতি বছর ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল দ্বাদশ শ্রেণির আই এস সি পরীক্ষা। পরীক্ষা চলে ২৫ মার্চ পর্যন্ত। আর দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা শুরু হয় ২২ ফেব্রুয়ারি। শেষ হয় ২৫ মার্চ।
এবারের সিবিএসই–র দশম শ্রেণির পরীক্ষায় নজরকাড়া ফল রাজ্যের পড়ুয়াদের। সর্বভারতীয় মেধা–তালিকার তৃতীয় স্থানে রয়েছে মালদার ঊষা মার্টিন স্কুলের ছাত্রী সুমাইতা লাইসা। ৫০০–র মধ্যে সুমাইতা পেয়েছে ৪৯৭। রাজ্যভিত্তিক যে মেধা–তালিকা প্রকাশ করেছে সিবিএসই বোর্ড, তাতে দেখা যাচ্ছে, শুধু মালদা নয়, কলকাতা শহরের পাশাপাশি অন্যান্য জেলা থেকেও বেশ কয়েকজন উঠে এসেছে সেই তালিকায়। শিক্ষা শিবিরের একাংশের মতে, এত ভাল ফল সাম্প্রতিক অতীতে হয়নি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন টুইট করে সফল পরীক্ষার্থী ও অভিভাবকদের শুভেচ্ছা জানিয়েছেন। ছাত্রছাত্রীদের উদ্দেশে বলেছেন, ‘তোমাদের ভবিষ্যৎ শুভ হোক।’
আইসিএসই বোর্ডে যুগ্ম ভাবে শীর্ষস্থান দখল করেছে মুম্বইয়ের জুহি রুপেশ কাজারিয়া এবং পঞ্জাবের মুক্তসারের মনোহর বনসল। জুহি জুহুর যমুনাবাঈ নার্সী স্কুলের ছাত্রী। মনোহর মুক্তসরের লিটল ফ্লাওয়ার কনভেন্ট স্কুলের পড়ুয়া। তারা ৯৯.৬০ শতাশ করে নম্বর পেয়েছে।
আইএসসিতে ১০০ শতাংশ নম্বর পেয়ে দেশের সেরা হলেন কলকাতার দেবাঙ্গকুমার অগ্রবাল। লা মার্টিনিয়ার ফর বয়েজ স্কুলের ছাত্র তিনি। দেবাঙ্গের সঙ্গে যুগ্ম ভাবে প্রথম হয়েছেন বেঙ্গালুরুর বিভা স্বামীনাথন। এ বছর মোট ৮৬ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী দ্বাদশ শ্রেণির পরীক্ষায় বসেছিলেন। তবে ছেলেদের তুলনায় মেয়েরা ভাল ফল করেছে। মোট পরীক্ষার্থীর মধ্যে এ বছর ছাত্রীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৯৬৪ জন। যার মধ্যে ৩৯ হাজার ১০০ জন পাশ করেছেন। অকৃতকার্য হয়েছেন ৮৬৪ জন। ৪৬ হাজার ৭৪৯ জন ছাত্রের মধ্যে ৪৪ হাজার ৫৯৭ জন পাশ করেছেন। অকৃতকার্য হয়েছেন ২১৫২ জন।দু’জন শীর্ষস্থান দখল করার পাশাপাশি, এ বছর দ্বিতীয় স্থানে রয়েছে ১৬ জন পড়ুয়া। তৃতীয় স্থান দখল করেছে ৩৬ জন।