দুদিন আগেই বিজেপি প্রার্থী ভারতী ঘোষ রীতিমতো হুমকি দিয়েছিলেন তৃণমূল সমর্থকদের। উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে কুকুরের মত মারার মত কথা বলেছিলেন। আর তার আটচল্লিশ ঘণ্টাও কাটল না। তার মধ্যেই কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভারতী ঘোষ সম্পর্কে রিপোর্ট পেশ করতে জানানো হল। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, প্রচারে বেরিয়ে দুই তৃণমূল কর্মীকে তাঁদের নিজেদের বাড়ির কাছে বসে থাকতে দেখতে পেয়ে তেড়ে যান বিজেপি প্রার্থী। তাঁদের উদ্দেশ্যে রীতিমতো হুমকি দেন তিনি। তাঁর কথায়, ‘উত্তরপ্রদেশ থেকে ১০০০ ছেলে ঢোকাব..
কিছু করতে পারবি না। বাড়ি থেকে টেনে টেনে বের করে কুকুরের মত মারব।’ নিরাপত্তা রক্ষীদের সামনেই ঘটল পুরো ঘটনা। অনেকেই ক্যামেরাবন্দি করলেন তাঁকে।
এই ঘটনায় ঘাটালের বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ইতিমধ্যে থানায় এফআইআর দায়ের হয়েছে। এছাড়া রাজ্য নির্বাচন কমিশনে তাঁর বিরুদ্ধে অভিযোগ এবং সেইসঙ্গে বক্তব্যের ভিডিয়ো ক্যাসেট জমা পড়েছিল। এরাজ্যের সিইও দফতর থেকে সেগুলি দিল্লিতে নির্বাচন সদনে পাঠিয়ে দেওয়া হয়েছিল।
এরপরই দিল্লি থেকে এ রাজ্যের নির্বাচন কমিশনে রিপোর্ট তলব করা হয়েছে। ষষ্ঠ দফায় ঘাটাল লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ। তার আগে এই রিপোর্ট নিয়ে বেশ চাপে পড়ে গেলেন গেরুয়া শিবির।