রুপোলি পর্দার ‘জওয়ান’ বাস্তবের ‘জওয়ান’-দের সম্পর্কে একদমই ওয়াকিবহাল নন। ‘বর্ডার’ থেকে ‘এলওসি’-র মত মত সিনেমাতে যার পাকিস্তান বিরোধিতা নিয়ে ভারতের দর্শককুল হাততালি দেন, মনে মনে দেশপ্রেমের ভাবনা জাগায় সেই সানি দেওল বাস্তবে পাকিস্তান সম্পর্কে অতটা মারমুখী তিনি মোটেও নন। বরং ভারত-পাকিস্তান উত্তেজনা নিয়ে তিনি বিশেষ কিছু জানেন না বলে স্বীকার করে নিলেন অভিনয় থেকে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা সানি দেওল।
পঞ্জাবের গুরুদাসপুর কেন্দ্র থেকে সানি দেওলকে দাঁড় করিয়েছে বিজেপি। তাঁর জনপ্রিয়তাকে ভরসা করেই কংগ্রেসের থেকে এই আসনটি ছিনিয়ে নেওয়ার আশা করছে তারা। তবে এবার ভোটে যে ইস্যুকে সবচেয়ে বড় হাতিয়ার করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-সহ সব বিজেপি নেতারা, সেই বালাকোট এয়ার স্ট্রাইক নিয়েই তিনি বিশেষ কিছু জানেন না বলে স্বীকার করে নিলেন সানি দেওল।
ভোটের ময়দানে এসে মানুষের মনের বাসনা সম্পর্কে ওয়াকিবহাল একদমই নন সেই সানি কি করে সাধারণ মানুষের মন জয় করে সেই নিয়েই চিন্তিত গেরুয়া শিবির।