পাঁচ দফা শেষ। এখনও বাকি আরও দু’দফা নির্বাচন। ভোটের আবহে বারবার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্যের বিভিন্ন এলাকা। সোমবার পশ্চিম মেদিনীপুরের মোহনপুর এলাকায় তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপি কর্মী, সমর্থকদের বিরুদ্ধে। জানা গিয়েছে, ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তৃণমূলের কর্মীরা।
সোমবার ওই এলাকায় নির্বাচনী সভার আয়োজন করা হয়। সেখানেই ভিড় জমিয়ছিলেন স্থানীয় তৃণমূল কর্মীরা। অভিযোগ, সভা থেকে ফিরে তাঁরা দেখেন ভাঙচুর করা হয়েছে তাঁদের বাড়িতে। এমনকী আগুনও লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক কর্মীর বাড়িতে। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই ওই এলাকার তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে বিজেপির কর্মীরা।
অভিযোগ, এদিন শাসকদলের কর্মীরা বাড়িতে না থাকায় সেই সুযোগকে কাজে লাগিয়েই বিজেপি কর্মীরা তাঁদের বাড়িতে হামলা চালায়। ভাঙচুরের পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়িতে। পুড়ে ছাই হয়ে গিয়েছে বেশ কয়েকটি ঘর। সূত্রের খবর, ইতিমধ্যেই গোটা বিষয়টি জানিয়ে মোহনপুর থানায় অভিযোগ দায়ের করেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই ঘটনার জেরে উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা।