দুদিন আগেই বিজেপি প্রার্থী ভারতী ঘোষ রীতিমতো হুমকি দিয়েছিলেন তৃণমূল সমর্থকদের। উত্তরপ্রদেশ থেকে ছেলে এনে কুকুরের মত মারার মত কথা বলেছিলেন। আর তার আটচল্লিশ ঘণ্টাও কাটল না। ভারতী ঘোষকে পাল্টা হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল।
তাঁর জেলায় ভোট হয়ে গিয়েছে। তাই দলের তরফে অনুব্রতকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষ্ণুপুর আসনটা একটু দেখভালের জন্য। সোমবার যখন রাজ্যের সাত কেন্দ্রে ভোট হচ্ছে, তখন বিষ্ণুপুরের তৃণমূল প্রার্থী শ্যামল সাঁতরার সমর্থনে জনসভা করতে গিয়েছিলেন তিনি। সেই সভা থেকেই অনুব্রত বলেন, ‘ঘাটালে কী বলছে বিজেপি-র প্রার্থী? বলছে ইউপি থেকে লোক ঢোকাবে। আর ঘাটালের মানুষ যেন চুপ করে বসে থাকবে!’ এরপরই অনুব্রত বলেন, “ভারতী ঘোষ…তুমি তৃণমূলকে কুত্তার মতো মারবে? অত সস্তা নয়। তুমি কুত্তার মতো মারলে, তোমাকে বেড়ালের মতো মারবে।’
এইভাবে একে অপরকে কথার তিরে বিদ্ধ করছেন নেতা-নেত্রীরা। উত্তপ্ত হচ্ছে জাতীয় রাজনীতির মঞ্চ। আর দু দফা পরেই শেষ হবে দেশের অন্যতম আকর্ষণ সপ্তদশ লোকসভা নির্বাচন।