চলছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। এই বাংলার নির্বাচন সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য বিশেষ পর্যবেক্ষক ও বিশেষ পুলিশ পর্যবেক্ষক নিয়োগ করা হয়। কিন্তু পঞ্চম দফায় বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে বাংলায়। নানা জায়গা থেকে বিজেপি নেতা-কর্মীরা আক্রমণ চালায় তৃণমূল সমর্থকদের উপর। হামলা থেকে রেহাই পায়নি সাধারণ মানুষ, পুলিশকর্মী থেকে প্রিসাইডিং অফিসার। আর তার মধ্যেই বাংলার দুই পর্যবেক্ষকদের অপসারণের দাবি উঠে গেল। সেই দাবি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন এক ব্যাক্তি। তিনি রিট পিটিশন দায়ের করেছেন বলে খবর।
ব্যারাকপুরে অর্জুন সিংয়ের গুন্ডামি। পাশাপাশি পুলিশের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়ে বিজেপি প্রার্থী। এর পাশাপাশি হুগলিতেও একের পর কীর্তিকলাপ করে চলেছেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। অভিযোগ ওঠে, স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বচসা বাঁধিয়ে ফেলেন তিনি। প্রিসাইডিং অফিসারকে মারধর সঙ্গে ইভিএম ভাঙচুর সবই করেন একই ধারায়। এছাড়াও হাওড়ার তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়কে মারধরের অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে।