একটি নয় মোট এগারোটি মেয়েকে খুন করেছে ব্রজেশ ঠাকুর ও তার সহযোগীরা। বিহারের মুজফফরপুর শেলটার হোমে আবাসিক মেয়েদের যৌন নিগ্রহের মামলায় এমন চাঞ্চল্যকর তথ্য জানাল সিবিআই। সুপ্রিম কোর্টে গোয়েন্দারা জানিয়েছেন, ওই মামলায় মূল অভিযুক্ত ব্রজেশ ঠাকুর ও তার সহযোগীরা মোট ১১ টি মেয়েকে খুন করেছিল। একটি জায়গায় মাটি খুঁড়ে খুন হওয়া মেয়েগুলির হাড়গোড় উদ্ধার করা হয়েছে।
সিবিআই জানিয়েছে, অভিযুক্তদের একজনের নাম গুড্ডু পটেল। জেরায় সে জানিয়েছে, একটি বিশেষ জায়গায় মৃতদেহগুলি পুঁতে ফেলা হত। এর আগে অভিযোগ ওঠে, সিবিআই ওই মামলায় যথাযথ তদন্ত করছে না। তার পরে সিবিআই ওই হলফনামা জমা দেয়। মামলার শুনানি হয় শুক্রবার। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এবং বিচারপতি দীপক গুপ্তর বেঞ্চ মামলা শোনে। বিচারপতিরা বলেন, সিবিআইকে আনুষ্ঠানিকভাবে একটি নোটিশ পাঠানো হবে। তার জবাব দিতে হবে চার সপ্তাহের মধ্যে।
ওই শেলটার হোমটি চালাত একটি স্বেচ্ছাসেবী সংস্থা। টাটা ইনস্টিটিউট অব সোশ্যাল সায়েন্সেসের সমীক্ষকরা প্রথমে সেখানে যৌন নিগ্রহের কথা প্রকাশ্যে আনেন। ওই ঘটনার তদন্তের ভার দেওয়া হয় সিবিআই-কে। গোয়েন্দারা ২১ জনের বিরুদ্ধে চার্জশিট দেন। তার মধ্যে ব্রজেশ ঠাকুরের নামও ছিল।
এই মামলার ফের শুনানি হবে ৬ মে। এক আবেদনকারীর হয়ে এদিন কোর্টে সওয়াল করেন অ্যাডভোকেট শোয়েব আলম ও ফৌজিয়া শাকিল। তাঁরা বলেন, আবাসিক হোমের ওই ঘটনার পিছনে বিরাট ষড়যন্ত্র আছে। সিবিআই তা নিয়ে তদন্ত করেনি। অভিযুক্তদের বিরুদ্ধেও কঠোর ধারায় চার্জশিট দেয়নি। অন্যদিকে সিবিআই হলফনামায় জানায়, তারা নিরপেক্ষভাবে, দক্ষতার সঙ্গে তদন্ত করেছে।