সাধারণ মানুষের নূন্যতম চাহিদা হল জল। বাঁচতে গেলে জল অপরিহার্য। সেই জল সঙ্কটময় অবস্থায়। নিজেদের প্রয়োজনীয় চাহিদার জলটুকু সংগ্ৰহ করতে রাতের অন্ধকারে হাতে পাম্প করা কলের সামনে সারি বদ্ধভাবে দাঁড়িয়ে থাকেন একদল মহিলা। সারা দিনের খাওয়ার জল মজুত করতে সকলকেই রাতের লাইন দিতে হয় গ্রামের একমাত্র কলের পাশে। কোন সরকারই গদিতে বসে তাদের প্রয়োজনীয় চদিদা পূরণ করতে পারেন নি। আর এমনই একটি গ্রাম ধরমপুর তেহসিলের কোরওয়াদ। খোদ মোদীর রাজ্যের গ্রাম এটি। মোদীর ‘বিকাশ’ আজও পৌঁছাইনি এদের কাছে।
২০১৪ সালে ভোটপ্ৰচারে এসে মোদীর স্লোগানে বা প্রতিশ্রুতিতে উঠে এসেছিল দেশের বিভিন্ন রাজ্যে প্রচারে গিয়ে পানীয় জল, রাস্তা এবং বিদ্যুতের সমস্যা নিয়ে। কিন্তু তাঁর যে কিছুই পূরণ করতে পারেনি বিজেপি সরকার তা এই ‘কোরওয়াদ’ গ্রামের মত গ্রামগুলির চিত্র দেখলেই বোঝা যায়।
এই বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে এই গ্রামে জলের বড্ড অভাব। গ্রামের মহিলাদের দিনের বেলায় সংসার এবং অন্যান্য কাজ করতে হয়। আর রাতে জাল নিয়ে আসতে হয়। এই জল নিয়ে বাড়ি যাওয়ার জন্যেও দিতে হয় সুদীর্ঘ লাইন। ওই লাইন পেরিয়ে জল নিতে লেগে যায় দুই ঘন্টারও বেশি সময়। এভাবেই চলে আসছে দিনের পর দিন। অবস্থার কোনও বদল হয়নি।