কিছুদিন আগেই বহুদিনের দল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন অর্জুন সিং। আর তার পর থেকেই উত্তপ্ত ব্যারাকপুরের পরিস্থিতি। প্রায় রোজই কিছু না কিছু ঘটনা ঘটে চলেছে। আর সব ক্ষেত্রেই অভিযোগ উঠছে বিজেপির দিকে। স্পষ্ট বোঝা যাচ্ছে ভোটের আবহে মানুষকে ভয় দেখাতেই এহেন কান্ডকারখানা। তাই আগামী ৬মে ভোটের দিন যাতে অর্জুন সিং কোনরকম সন্ত্রাস ঘটাতে না পারেন তার জন্যে ভোটের দিন অর্জুনকে নজরবন্দী করার আবেদন নিয়ে কমিশনে গেল তৃণমূল।
মঙ্গলবার রাতে ব্যারাকপুরে ব্যাপক গোলমাল হয়। তাকে কেন্দ্র করে এ দিন কমিশনে নালিশ জানায় তৃণমূল। এই সংঘর্ষের পিছনে অর্জুনের প্রত্যক্ষ মদত রয়েছে, এমনটাই অভিযোগ শাসকদলের তরফে। আর তাই বুধবার ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী দীনেশ ত্রিবেদীর হয়ে তৃণমূল নেতা তাপস রায় দেখা করেন মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে।
পরে বেরিয়ে এসে তাপসবাবু বলেন, “মুখ্য নির্বাচনী আধিকারিককে সমস্ত বিষয়টা জানানো হয়েছে। ব্যারাকপুরের সাম্প্রতিক হিংসার তথ্য নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচনী আধিকারিকের হাতে তুলে দেওয়া হয়েছে। ব্যারাকপুরে সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর জন্য কমিশনের কাছে আবেদন করা হয়েছে। কমিশন যদি মনে করে এর জন্য কোনও নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার, সেটা কমিশন নিতেই পারে।”
বিকেলে আইনজীবী নিয়ে সিইও দফতরে যান তাপসবাবু। গোটা ঘটনার জন্য বিজেপি-কে দায়ী করে তিনি জানান, বিজেপি প্রার্থী ব্যারাকপুরে গোলমাল বাধানোর চেষ্টা করছেন। ভোটের সময় বিজেপি ফের সেই চেষ্টা করতে পারে। অর্জুনকে যেভাবে নিয়ন্ত্রণ করলে অবাধ এবং শান্তিপূর্ণ ভোট করা সম্ভব, সেই পদক্ষেপ করার জন্য কমিশনকে অনুরোধ করেন তিনি। সব পক্ষের অভিযোগ শুনে পদক্ষেপের আশ্বাস দিয়েছে কমিশন। গোটা ঘটনা নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে তারা।