ফণী সে ভাবে ফণা তুলতে পারেনি বাংলায়। কিন্তু তারপরেও এরাজ্যে বেশ কিছু বাড়ি সম্পূর্ণ নষ্ট হয়েছে, বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়েছে বেশ কিছু জায়গায়।
শনিবার সকালেই রাজ্য ফণী-মুক্ত হতেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, যাঁদের বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে ফণীর দাপটে, তা সরকার সম্পূর্ণভাবে তৈরি করে দেবে। ইতিমধ্যেই জেলাশাসকদের সে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, তাতে রাজ্যে ১২টি বাড়ি সম্পূর্ণ ভেঙে পড়েছে। সেইসঙ্গে যাঁদের বাড়ি আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে, তাও ঠিক করে দেওয়া হবে জানিয়েছন তিনি।
ফণীর হাত থেকে বাঁচতে প্রায় ৪২০০০ হাজার মানুষকে সরিয়ে এনেছিল রাজ্য সরকার। তাঁদের শনিবারও শরনার্থী শিবিরে থেকে রবিবার যাওয়ার কথা বলেছেন তিনি। মমতার কথায়, ‘এখনও বিদ্যুতহীন বেশ কিছু এলাকা। সেগুলো সব ঠিক করা হবে যত দ্রুত সম্ভব।