‘মোদীকে ৭২ ঘণ্টা নয়, ৭২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত’ এমনই ভাষায় নরেন্দ্র মোদীকে তোপ দাগলেন সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ‘ঘোড়া কেনাবেচা’র অভিযোগ নিয়ে একের পর এক বিরোধী দল সবর হচ্ছেন। অভিযোগও জানাচ্ছে কমিশনে।
প্রসঙ্গত, গতকাল মোদী ঘোষণা করেন তৃণমূল কংগ্রেসের ৪০ জন বিধায়ক তলে তলে বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন। আর এরপর থেকেই বিরোধীরা সরব হয়েছেন। তৃণমূলের পক্ষ থেকে গতকালই অভিযোগ দায়ের করা হয়েছে।
এছাড়াও মোদীর মন্তব্যের তীব্র আপত্তি জানিয়ে কমিশনে অভিযোগ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু। এবার একই বিতর্কে মোদীর বিরুদ্ধে সরব হলেন উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সমাজবাদী পার্টি নেতা অখিলেশ সিং যাদব। তাঁর কথায়, ‘এই লজ্জাজনক মন্তব্যে মোদীর কালো টাকার মানসিকতার পরিচয় মেলে। ওকে ৭২ ঘণ্টা নয়, ৭২ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করা উচিত।’ শুধু এখানেই তিনি থেমে থাকেননি। তিনি আরও বলেন, ‘এই হল প্রধানমন্ত্রীর বিকাশ। দেশের ১২৫ কোটি মানুষের বিশ্বাস হারিয়ে এখন এই রাস্তা বেছে নিয়েছেন উনি।’
বিতর্কিত মন্তব্যের জেরে দেশজুড়ে মোদীর বিরুদ্ধে নিন্দার ঝড় ওঠে। কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেছে গেরুয়া শিবির এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।