খেলার ময়দান থেকে সোজা ভোটের ময়দান। পূর্ব দিল্লী লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ক্রিকেট্রার গৌতম গম্ভীর। তাঁর বিরুদ্ধে নির্বাচনের পদ্ধতিগত ত্রুটি নিয়ে আক্রমণ বাড়াচ্ছে আপ। এই পূর্ব দিল্লী লোকসভা কেন্দ্রের আপ প্রার্থী অতীশী মারলেনা গৌতম গম্ভীরের দু’টি ভোটার কার্ড রাখার অভিযোগে আগেই আদালতে মামলা করেছিলেন। গতকাল তিনি বিজেপি প্রার্থী গম্ভীরের বিরুদ্ধে প্রিন্টার’স লাইন ছাড়া প্রচারপত্র বিলির অভিযোগ করেছেন। নিয়ম না মেনে প্রচারপত্র বিলি করবার জন্য তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছেন মারলেনা।
দু’টি ভোটার কার্ডের অভিযোগের বিরুদ্ধে গম্ভীরের বক্তব্য, তাঁর একটাই ভোটার কার্ড। এই নিয়ে দিল্লীর মুখ্য নির্বাচনী আধিকারিক রণবীর সিং বলেছেন, “সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি দিল্লীর একাধিক জায়গায় ভোটার হিসেবে গৌতম গম্ভীরের নাম আছে। এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে”। পূর্ব দিল্লী কেন্দ্রে ভোট ১২ মে। এখানে বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের প্রতিপক্ষে রয়েছেন আপ প্রার্থী অতীশী মারলেনা এবং কংগ্রেস প্রার্থী অরবিন্দর সিং লাভলি। প্রসঙ্গত, এর আগেও বিজেপি প্রার্থী গৌতম গম্ভীরের বিরুদ্ধে অনুমতি না নিয়ে পদসভা করায় কমিশনের কাছে ৭২ ঘন্টার জন্য প্রচারের উপর নিষেধাজ্ঞা জানানোর আর্জি জানিয়েছিলেন মারলেনা।