নিয়মের মধ্যে থেকে কাজ করতে কোনোদিনই ভালবাসে না বিজেপি। সবসময় নিয়ম লঙ্ঘন করাই ভীষণ পছন্দ গেরুয়া শিবিরের। ধরাকে সরা জ্ঞান করাই প্রধান কাজ তাঁদের। তাই জন্যে যখন তখন যাকে যা খুশি বলে বারবার নিয়ম ভাঙে বিজেপি। আর ভোটের আবহে বারংবার নির্বাচনের আদর্শ আচরণ বিধি লঙ্ঘন তো আছেই। গতকাল চতুর্থ দফা ভোট চলাকালীন সরাসরি কর্তব্যরত পুলিশ অফিসারকে হুমকি দিলেন বিজেপি নেতা।
গতকাল উত্তরপ্রদেশের কানপুরে ভোট চলাকালীন বিজেপি নেতা সুরেশ অবস্থী হুমকি দেন কর্তব্যরত পুলিশ অফিসারকে। অফিসারের মুখের সামনে রীতিমতো আঙুল উঁচিয়ে তিনি বললেন, কাল তোমাকে দেখে নেব। তুমি আমার হিট লিস্টে আছ। তাঁকে চিৎকার করতে শোনা যায়, আমার চোখের দিকে তাকিয়ে কথা বলবে না। যদিও অবস্থীর এই খারাপ আচরণের সামনে মাথা নত করেননি ওই পুলিশ পফিসার। তিনি শান্তভাবে জানিয়ে দেন, আপনার যা করার আছে করে নিতে পারেন।
এই গোটা ঘটনাটির ভিডিও করেন সেখানে উপস্থিত এক ব্যক্তি। ভিডিওতে আরও দেখা যায় যে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কানপুরের মেয়র প্রমীলা পান্ডে। আরও কয়েকজন স্থানীয় বিজেপি নেতাকেও দেখা গিয়েছে ভিডিও চিত্রে। প্রমীলা পান্ডেকে দেখা যায়, অবস্থীকে শান্ত করতে চাইছেন। অবস্থী তাঁকে বলছেন, ওই পুলিশ অফিসার অতি বদ লোক। সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে আপলোডও করা হয়। নিমেষের মধ্যে তা ভাইরালও হয়ে যায়।
এমনিতেও গোটা দেশ জুড়ে প্রবল ভাবে বইছে মোদী বিরোধী হাওয়া। মানুষ বীতশ্রদ্ধ মোদী শিবিরের ওপর। তার ওপর এই সমস্ত ন্যক্কারজনক আচরণ আরও স্পষ্ট করে দিচ্ছে দেশ চালানোর জন্য বিজেপি ঠিক কতটা অযোগ্য।